।। প্রথম কলকাতা ।।
India-Bhutan: মঙ্গলবার ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে বৈঠকে ডোকলাম বিতর্কের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন যে জাতীয় স্বার্থের উপর প্রভাব ফেলে এমন বিষয়গুলি রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে ভারত।
সোমবার দুই দিনের সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সম্প্রতি ভারত-চীন সীমান্ত লাগোয়া ডোকলামে ভুটানের জমিতে ঢুকে চীনা ফৌজ সামরিক নির্মাণের কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছিল ভারতীয় সেনা। তবে ভারতের এই অভিযোগ অস্বীকার করেন ভুটানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লোটে শেরিং।
মঙ্গলবার ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা জোরদার করার উপায়গুলি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন বৈঠকে সরাসরি ডোকলাম এবং চিনের প্রসঙ্গে আলোচনা হয়নি। ভারত এবং ভুটান তাদের অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্ব জোরদার করতে সম্মত হয়েছে, ভারত ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এর সংস্কার প্রকল্পগুলির জন্য প্রাসঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করে।
উভয় দেশ দীর্ঘমেয়াদী এবং টেকসই বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে, সেইসাথে বিদ্যমান জলবিদ্যুৎ বাড়ানো এবং অ-হাইড্রো পুনর্নবীকরণযোগ্য স্থানের দিকে অগ্রসর হওয়া সহ শক্তি সহযোগিতার নতুন দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেছে। বৈঠকে মহাকাশ, স্টার্ট-আপ এবং এসটিইএম শিক্ষা সহ নতুন খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশ আলোচনা করেছে।
২০১৭ সালে ডোকলামে উত্তেজনা শুরু। সে সময় ভারতীয় এবং চীনা সেনার মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে দুই দেশের পক্ষ থেকে সেনা কিছুটা পিছোলেও বছর কয়েক আগে ফের চীনা সেনা ফের কিছুটা এগিয়ে আসে। এই নিয়ে দুই দেশের সম্পর্কের তিক্ততা বেড়েছে আরও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম