Mamata Banerjee: স্বামীজির জন্মদিনেই বাবুঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি! আর কী জানালেন মুখ্যমন্ত্রী ?

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুধবার কলকাতার আউট্রাম ঘাটে সাগর মেলার উদ্দেশ্যে রওনা দেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারবার সকলকে নিরাপত্তা বিষয়ে সতর্ক করেন তিনি। এছাড়াও রাজ্যের একাধিক উন্নয়ন সম্পর্কে কথা বলতে শোনা যায় তাকে। পাশাপাশি এই দিন একটি বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতি (Ganga Aarti) হবে, একথা পূর্বেই জানিয়েছিলেন তিনি । সেই কাজের সূচনা স্বামী বিবেকানন্দের জন্মদিনেই করতে হবে , আজ এমনটা জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি নির্দেশ দেন আগামীকাল অর্থাৎ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসেই বাবুঘাটে (Babughat) গঙ্গা আরতির কাজ শুরু করতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র বাবুঘাটে গঙ্গা আরতি হবে এমনটাই নয়। দক্ষিণেশ্বর থেকে শুরু করে বেলুড়ের ঘাটেও গঙ্গা আরতি করার দিকে এগোবে রাজ্য সরকার। প্রয়োজনে সুবিধা থাকলে তারাপীঠেও গঙ্গা আরতি হতে পারে। কালীঘাটে একটি ছোট পুষ্করিণী রয়েছে । সেখানেও হতে পারে গঙ্গা আরতি। সুযোগ-সুবিধা দেখে সব দিক খতিয়ে তারপরে কাজ করা হবে এমনটাই জানান তিনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই গঙ্গা আরতি সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে করা হবে। কাজেই যে কেউ চাইলেই গঙ্গা আরতি করতে পারবেন না। তার জন্য যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেই রাখতে হবে। গঙ্গাসাগরে যেহেতু প্রত্যেক বছর গঙ্গাসাগরের মেলা হয় তাই আগের তুলনায় তার অনেক উন্নতি করা হয়েছে। সেখানে নতুন মন্দির থেকে শুরু করে গেস্ট হাউস, হেলিপ্যাড, লাইটিং, থাকার ব্যবস্থা, বায়ো টয়লেট প্রভৃতি নির্মাণ করা হয়েছে এই কয়েক বছরে।

দিঘায় গিয়েও এবার জগন্নাথ দর্শন সম্ভব। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার বাবুঘাটের গঙ্গা আরতি এবং গঙ্গাসাগরের মেলা নিয়ে কথা বলতে গিয়ে দিঘার উন্নয়নের কথা বলেন। তাঁর কথায়, দিঘা (Digha) কয়েক বছর আগে যেমন ছিল এখন আর সেইরকম নেই । রাজ্য সরকারের তরফ থেকে ৭ কিলোমিটার সেতু তৈরি করা হয়েছে। এছাড়াও নির্মাণ করা হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার । নির্মাণ করা হয়েছে একটি জগন্নাথ মন্দির (Jagannath Temple)। পুরীর জগন্নাথ মন্দিরের মতো অত বড়সড় না হলেও ওই মন্দিরের মাধ্যমে দিঘাতেই জগন্নাথ দর্শন সারতে পারবেন পর্যটকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version