Mamata Banerjee: প্রয়াত সারদা মঠ ও মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রভাজিকা ভক্তিপ্রাণা। রবিবার রাত ১১ঃ২৪ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ১০৩ বছর। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছেন তিনি। প্রবীণা এই সন্ন্যাসিনীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ট্যুইটের মাধ্যমে সারদা মঠ তথা রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী ও ভক্তবৃন্দদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা শ্রদ্ধেয় প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির মৃত্যুর খবরে আমার হৃদয় ভারাক্রান্ত । তাঁর ভক্ত এবং অনুগামীদের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি”

 

চলতি মাসের ৭ তারিখে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা ভর্তি হন হাসপাতালে। তা্ঁর ফুসফুসে সংক্রমণের কারণে তীব্র জ্বর দেখা দেয়। হাসপাতালে তিনি আইসিইউতেই ছিলেন। তবে গতকাল অর্থাৎ রবিবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হয় প্রবীণা এই সন্ন্যাসিনীকে। কিন্তু কোনমতেই শেষ রক্ষা করা সম্ভব হয়নি। রবিবার রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ সকলকে ছেড়ে পরলোকে গমন করেন তিনি। গতকাল রাতেই তাঁর মরদেহ টালিগঞ্জের মাতৃভবনে আনা হয়েছিল। আর তারপর সারদা মঠে নিয়ে যাওয়া হয় সোমবার সকালে।

জানা যায় ১৯৫৯ সালে সন্ন্যাস জীবনে পদার্পণ করেন তিনি। যদিও ১৯৫৩ সালের রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্থ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দের কাছ থেকে ব্রহ্মচর্যে দীক্ষিত হয়েছিলেন তিনি। কর্মজীবনে তিনি একজন নার্স হিসেবে যোগদান করেন টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালে। আর তারপর থেকে প্রায় টানা ১৩ বছর সারদা মঠ ও মিশনের অধ্যক্ষা হিসেবে দায়িত্বভার সামলেছেন একা হাতে। টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও ২০০৯ সালে তাকে মঠের চতুর্থ অধ্যক্ষা হিসেবে নির্বাচিত করা হয়। মঠের সকলের কাছেই সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভক্তিপ্রাণা পরিচিত ছিলেন বড়মা হিসেবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version