Mosharraf Karim : অশোকনগরে উদ্বোধন নাট্য উৎসবের, সূচনায় ওপারের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম

।। প্রথম কলকাতা।।

Modharraf Karim: উত্তর ২৪ পরগনার অশোকনগরে শুরু হল নাট্য উৎসব। বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা মোশারফ করিমের উপস্থিতিতে এদিন অশোকনগরে সূচনা হল নাট্য উৎসবের। এদিন নাট্য উৎসবের উদ্বোধনে মোশারফ করিম ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রালয়ে শিক্ষামন্ত্রী তথা নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু,উপস্থিত ছিলেন আর এক মন্ত্রী পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। অশোকনগরে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। জানা গিয়েছে, বিভিন্ন ধরনের সামাজিক, শিক্ষনীয় নাটক পরিবেশিত হবে এই নাট্য উৎসবে বলেই ।

বাংলাদেশের ভক্তদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা অনেকটাই তা এইদিনের অনুষ্ঠানে দর্শকদের উন্মাদনা দেখেই বোঝা গেল। মঞ্চে খালি গলায় গান গাইতেও এদিন দেখা গেলো মোশারফ করিম কে। উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমি এ দেশে নাটক করতে বেশি করে আসতে চাই। আমার এখানে আসতে ভাল লাগে।’’ আগামী কয়েক দিন এই নাট্য উৎসবকে ঘিরেই অশোকনগরের সংস্কৃতি প্রেমী মানুষেরা আনন্দে মেতে উঠবেন বলেই আশাবাদী বিধায়কও। এদিন শহীদ সদনে নাটক দেখতে রীতিমত ভিড় লক্ষ্য করা গেল দর্শকদের। তবে এদিন অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে নিজের সংলাপ ভুলে গেলেও, দর্শক আসনে থাকা এক ভক্তের মুখে নিজের সেই সংলাপ শুনে রীতিমতো অবাক হয়ে যান এইওপার বাংলার জনপ্রিয় অভিনেতা  মোশারফ করিম।

উল্লেখ্য,চলতি বছরের বিশ্বকাপ ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় হওয়ার পর বাংলাদেশের কিছু মানুষ বিভিন্ন ভাবে ট্রোল করতে শুরু করেছেন, বাংলাদেশবাসীর প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “খেলা মাঠের মধ্যে থাকাটাই ভালো, সেই জিনিসগুলো কে উস্কে বিভিন্নভাবে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলেই সুখকর মনে হয় না। “তাই এই বিষয়টিকে তিনি খুব বড় করে দেখেন না। এগুলো সময়ের সঙ্গে মিলিয়ে যায়।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version