পুজোয় গতে বাঁধা হেয়ার কাটিং আর নয়, এবার কোনটা ট্রেন্ডিং? জেনে নিন এখনই

।। প্রথম কলকাতা ।।

পুজো আসছে। গতে বাঁধা সৌন্দর্য নয়, ছকভাঙার সময় এবার। চেহারার ধরন অনুযায়ী সাজুন। পুজোয় মনের মতো লুক এনে দিতে পারে আপনার হেয়ার স্টাইল। কি‌ন্তু কী রকম লুক‌ হবে আপনার? কীভাবে চুল কাটবেন বুঝতে পারছেন না? চিন্তা নেই। কোন ধরনের চুলের স্টাইল এখন ট্রেন্ডিং চলুন জেনে নেওয়া যাক। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্রই ট্রেন্ড ‘ফ্লসাম ইজ় অসাম’। তবে কিছু কিছু খুঁত যেন আত্মবিশ্বাসে ভাঙন ধরায়। নিজের খুঁত যেন বেশি করে চোখে পড়ে সাজার সময়ে। কারও থুতনি সরু, কারও জ’লাইন খুব স্ট্রং, কারও খুব চওড়া কপাল তো কারও গাল ভারী। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এটিই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলছে! তাই চেহারার খুঁত নিয়ে বিচলিত হবেন না। বরং সেটাকে তার মতো রেখেই সাজুন। চেহারার সঙ্গে মানানসই সাজ বেছে নিন। তৈরি হোক সৌন্দর্যের নতুন সংজ্ঞা।

এখন দ্য ফ্লব এর দিকে ঝোঁক অনেকেরই। এটা আসলে ফ্ল্যাট, স্লিক বব কাট। খুব একটা বড়ও না, আবার খুব ছোটও না। গালের উপর দিক থেকে চিবুকের নিচ পর্যন্ত থাকে এই কাট। তবে সিম্পল লুক এনে দেওয়া স্টাইলটায় ফ্রিঞ্জ থাকে না।

গ্র্যাজুয়েটেড বব বা এ-লাইন ববও বেশ পপুলার। এ ক্ষেত্রে চুলের পিছনের দিকটা ছোট করে ছাঁটা থাকে আর সামনের দিকের চুল লম্বা রেখেই ছাঁটা হয়।

আবার শ্যাগ হেয়ারকাটে রয়েছে আধুনিকতার ছোঁওয়া।এই স্টাইলটায় অনেক বেশি পরিমাণে লেয়ারস থাকে।তাতে চুল অনেক ঘন দেখায় এবং টেক্সচারটাও দারুণ আসে। সামনের দিকের চুল ছোট ছোট করে ছাঁটা হয়। পোশাক আর মুড অনুযায়ী, আরামসে স্টাইলিং করা যায় এই চুল। কোনও কোনও সময় কার্ল ক্রিম ব্যবহার করে হালকা স্ক্রাঞ্চ করে নিলে একটা গ্ল্যামারাস লুক আসে। আবার জাস্ট ব্লো-ড্রাই করে অথবা ফ্ল্যাট আয়রনিং করেও রাখা যায়।

অনেকেই চুল বাড়লেও কাটতে চাইছেন না। তাদের ক্ষেত্রে দারুণ একটা স্টাইল হতে পারে কার্টেন ব্যাংগস্। একদম পারফেক্ট গ্ল্যামারাস লুক এনে দেবে এই স্টাইল।

এই স্টাইলে চুলের দৈর্ঘ্যের হেরফের হয় না। সামনের দিকের কিছুটা চুল নিয়ে ছোট করে ছেঁটে দেওয়া হয়। যাতে ছোট চুলগুলো মুখের ওপর একটা ফ্রেমের মতো তৈরি করে। এই কাটের সঙ্গে নানা রকম স্টাইলিংও করা যায়। যেমন- একটু অন্য ধরনের কালার চুলের জন্য ট্রাই করা যেতে পারে। বোল্ড লুকের জন্য এই স্টাইল ট্রাই করে দেখাই যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version