Pujo Fashion: পুজোর বাকি নেই ২ মাসও! শপিং শুরুর আগে ঝটপট জেনে নিন কোন কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে

।। প্রথম কলকাতা ।।

Pujo Fashion: পুজো আর কটা দিনের অপেক্ষা জোর কদমে চলছে শপিং এই সময় কি কিনবেন? ফ্যাশন ট্রেন্ডের শীর্ষে কি রয়েছে কি নেই বুঝবেন কিভাবে এটা সত্যিই এক বিরাট সমস্যা। শাড়ির দোকানে ভিড় করে ঠিক কেমন শাড়ি কিনছেন সবাই? সবাই ঠিক কোন কোন শাড়ি কিনছেন এবার পুজোয়? এখন থেকেই টুকটাক শপিং শুরু করাই বুদ্ধিমানের কাজ! আর সেই জন‍্য পুজোয় বিশেষ করে কোন শাড়িগুলি এবার পুজো ফ্যাশনে ট্রেন্ডিং, তা জানতে পড়তেই হবে এই প্রতিবেদনটি, একবার তাক দেখলেই থাকবে না কোনো টেনশন।

প্রতি বছরেই পুজোর আগে বাজারে নানা ধরনের নতুন নতুন ডিজাইনের শাড়ি, পাওয়া যায়। এবার কোন শাড়িগুলি বাজেট ফ্রেন্ডলি আবার ট্রেন্ডিও! তা জেনেনিন আজই। পুজোর সাজ মানে ঝলমলে উচ্ছলতা। সুন্দর সুতোর কাজের শাড়ি পুজোর সাজে আনতে পারে নতুন মাত্রা। অন‍্যদিকে সুতির শাড়িতে সেজে সিঁদুর খেলায় অংশগ্রহণ করা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই তো প্রতিবছরের মতো এবছরও সুতিরসাদা-লাল শাড়ির চাহিদা তুঙ্গে। আপনিও চাইলে এমন একটি শাড়ি আপনার কালেকশনে রাখতে পারেন। লাল পাড় সাদা শাড়ি বাংলার ঐতিহ্য, তাই আপনিও কালেকশনে লাল পাড়ের ছোয়াঁ রাখতে পারেন। আবার প্রতিটি বাঙালি পরিবারেই জামদানির জনপ্রিয়তা তুঙ্গে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যান্য বছরের মতোই এই বছরেও তাই পুজোর বাজার কাঁপাচ্ছে জামদানি শাড়ি। সুতি থেকে সিল্ক, সব ধরনের শাড়ির চাহিদাই রয়েছে বাজারে।

সিল্কের আবেদন চিরন্তন। তাই চান্দেরি সিল্ক দক্ষিণী সিল্ক কিনতেই পারেন কিনতেই পারেন। আবার অনেকেই আছেন সিল্ক করার ঝুঁকি নিতে চান না। তাদের জন্য হাতে বোনা নরম সুতি বা লিলেন শাড়ি সবচেয়ে ভালো। তবে অনেকগুলো টাকা খরচ করে জামদানি কেনার সময়ে অবশ্যই তার মান যাচাই করে নেবেন। নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। কেউ যদি জামদানি না কিনতে চান বালুচুড়ি শাড়ি কিনতেই পারেন। বালুচুরি শাড়ি ও বাংলার শাড়ি। কটনের উপর কিংবা সিল্কের উপর পিওর বালিচড়ি সংগ্রহের রাখতে পারেন আপনি।

কোন শিল্ক এবার বাজার কাবাচ্ছে এটা যদি প্রশ্ন হয় তাহলে বলতে হয় অর্গ‍্যাঞ্জার নাম। এই আধুনিক সিল্ক শাড়ি ভীষণ পাতলা হয়। আর গরমে খুব বেশি কষ্ট হয় না।আবার এখন গুরুত্ব দেওয়া হচ্ছে এমব্রয়ডারি কাজে। শাড়ির উপর এই ধরনের কাজ করার থাকলে অবশ্যই তাকে গুরুত্ব দেওয়া হবে। তবে মনে রাখবেন সবাই একটা শাড়ি একটু বেশি দামে নিলেও কমদামী কয়েকটা শাড়িও নিজের সংগ্রহে রাখেন। পুজোয় সব শাড়ি তো খুব বেশি দামে নেওয়া যায় না। কখনো কখনো অল্প দামে বা মাঝারি দামের শারিতে মন ভরিয়ে নিই আমরা। তখন বাংলার হ্যান্ডলুম শাড়ি কিন্তু বেশ কাজে দেয়। আপনি তাই আপনার সংগ্রহে এই শাড়ি চাইলে রাখতে পারেন ভালই লাগবে। তাহলে আর কোনো চিন্তা নেই এবার পুজোর শাড়ি কিনতে যাওয়ার আগে এই গাইডে চোখে বুলিয়ে নিন। যাতে কোনো ভাবেই ফ্যাশনের দিক থেকে আপনি পিছিয়ে না থাকেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version