Narendra Modi: বন্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শনে প্রধানমন্ত্রী, নিজের হাতে খাওয়ালেন হাতিদের

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: রবিবার মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টে সর্বশেষ বাঘ শুমারির তথ্য প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘অমৃত কাল’-এর সময় বাঘ সংরক্ষণের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এবং আন্তর্জাতিক বিগ ক্যাটস অ্যালায়েন্স (IBCA) চালু করবেন।

এদিন বন্দিপুর টাইগার রিজার্ভে (Bandipur Tiger Reserves) পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাকি প্যান্ট, অ্যাডভেঞ্চার গিলেট স্লিভলেস জ্যাকেট সহ একটি থাকি টি-শার্ট পরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করেন, যা ভারতের শীর্ষ বাঘের অভয়ারণ্যের মধ্যে স্থান করে নেয়। প্রধানমন্ত্রী থেপাকাদু হাতি ক্যাম্পে হাতিদেরও খাওয়ান। আজ থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে এলিফ্যান্ট হুইস্পারার্স খ্যাত বোম্যান এবং বেলির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটে বলেছেন, সকালটা মনোরম বান্দিপুর টাইগার রিজার্ভে কাটিয়েছি এবং ভারতের বন্যপ্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের আভাস পেয়েছি।”

রাজ্য বন বিভাগের মতে, ১৯ ফেব্রুয়ারি, ১৯৪১ তারিখে সরকারি বিজ্ঞপ্তির অধীনে প্রতিষ্ঠিত তৎকালীন ভেনুগোপাল বন্যপ্রাণী পার্কের বেশিরভাগ বনাঞ্চলকে অন্তর্ভুক্ত করে জাতীয় উদ্যানটি গঠিত হয়েছিল এবং ১৯৮৫ সালে ৮৭৪.২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এলাকাটি বড় করা হয়েছিল। এবং বান্দিপুর জাতীয় উদ্যান নামে নামকরণ করা হয়েছে। এই রিজার্ভটি ১৯৭৩ সালে ‘প্রজেক্ট টাইগার’-এর আওতায় আনা হয়। পরবর্তীকালে, কিছু সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষিত অঞ্চলে ৮৮০.০২ বর্গকিলোমিটারপর্যন্ত বিস্তৃত হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version