।। প্রথম কলকাতা ।।
Rajnath Singh: ভারত-চিন সংঘর্ষ নিয়ে মঙ্গলবার সংসদে নিজের বক্তব্য রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করা হলে ভারতীয় সেনারা যথাসাধ্য ব্যবস্থা নেন। যার ফলেই সংঘর্ষ তৈরি হয় এবং উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংসদের উভয় কক্ষে একটি বিবৃতিতে তিনি বলেন, ‘এলএসি অতিক্রম করার এবং একতরফাভাবে সীমান্তে স্থিতাবস্তা পরিবর্তন করার চেষ্টা করেছিল চিনা সৈন্যরা। আর তাতে বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় সৈন্য। আমি বলতে চাই যে, আমাদের পক্ষে কোনও প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। ভারতীয় কমান্ডারদের সময়মত হস্তক্ষেপের কারণে PLA সৈন্যরা তাঁদের অবস্থানে ফিরে গেছে’।
গত ৯ ডিসেম্বর কী হয়েছে, তার ব্যাখ্যা আজ দুপুর ১২টার সময় সংসদে দিয়েছেন রাজনাথ। তিনি বলেছেন, ভারতীয় সেনার সঙ্গে চিনা পিএলএ-র ফ্ল্যাগ বৈঠক হয়েছে ১১ ডিসেম্বর। যেখানে তাওয়াং সংঘর্ষ নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সেনার। ভারতের পক্ষ থেকে কড়া ভাষায় চিনকে বলা হয়েছে, নজর থাকে যেন এই ধরণের আগ্রাসী পদক্ষেপ আর না নেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, বিষয়টি চিনের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও তোলা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনও সময়ে প্রতিরোধ জানাতে সর্বদা প্রস্তুত। সেনাবাহিনীর বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন রাজনাথ। প্রসঙ্গত, গতকালই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘাতে জড়িয়েছে ভারতীয় সেনা ও চিনা সেনা। প্রায় ৩০০ চিনা সৈন্য তাওয়াঙের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে এসেছিল। যার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। আহত হয়েছেন অনেকেই। তবে ভারতের তুলনায় চিনা সেনাবাহিনীতে আহতের সংখ্যা বেশি। মূলত এই বিষয়ে বিরোধীরা বিবৃতি দাবি করেছিল। আর তাতেই আজ সংসদে তা পেশ করেছেন রাজনাথ সিং।
বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারকে কটাক্ষ করেন। বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখন্ডতা ব্যাহত হচ্ছে। সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। লাদাখের গালওয়ান উপত্যকায় আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব সর্বজনবিদিত। কিন্তু ২০২০-র এপ্রিল থেকে আমাদের ভূখণ্ডে চিনের সীমালঙ্ঘনের মত ঘটনা ঘটছে । আর আমাদের সরকার ক্রমাগত তা উপেক্ষা করে চলেছে’। এদিন তাওয়াং সেক্টরে ভারত-চিন সৈন্যদের সংঘর্ষ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সকলের মধ্যে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম