Smartphone Tips: ফোন থেকে চুরি যাবে ব্যক্তিগত তথ্য, ফাঁকা হবে ব্যাঙ্ক! বাঁচতে কী করবেন?

।। প্রথম কলকাতা ।।

Smartphone Tips: বর্তমানে দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠছে সাইবার অপরাধীরা। সামান্য ভুলে মুহূর্তে ফাঁকা করে দিতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই মানুষ বুদ্ধি খাটিয়ে নানান ফাঁকফোকর বার করছে। আপনার ব্যক্তিগত তথ্য (Personal Information) কোন ফাঁকে চুরি হয়ে যাবে বুঝতেও পারবেন না। সাম্প্রতিক কালে মানুষের জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোন (Smart Phone)। যেখানে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে। এছাড়াও রয়েছেন নানা অ্যাপ, যার এক একটি গোপন তথ্যের ভাণ্ডার। সেখানে সামান্য কোন ভুল সিদ্ধান্ত কিংবা অসাবধানবশত করা কোন ভুলে বড়সড় বিপদে পড়তে পারেন। সাইবার অপরাধীরা বুদ্ধি খাটিয়ে একের পর এক নতুন ফন্দি বার করছে তাই এই পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে স্মার্টফোনকে একটু সাবধানে ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে সামান্য কয়েকটা টিপস।

• অ্যাপ ডাউনলোড করুন সাবধানে

যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে ভালো ভাবে যাচাই করে নেবেন। ভুলভাল সাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অনেক সময় ভুল স্কিন টাচের কারণে বিভিন্ন সাইট খুলে যায়। যেখানে নানান অ্যাপ ডাউনলোডের অপশন থাকে। তাই ভুলেও ভুল কোন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে যাবেন না। কারণ এই ধরনের ওয়েবসাইটে ম্যালওয়ার থাকতে পারে।

• ভুল লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ

ধরুন হঠাৎ করে একটা ফোন এল। যেখানে বলা হচ্ছে ব্যাঙ্ক থেকে ফোন করা হয়েছে কিংবা ফোনে একটা এসএমএস এল। ভুলেও অচেনা কোন লিংকে ক্লিক করবেন না বা কোনো ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। সাধারণত ভুয়ো কল গুলো কথা বলে ব্যক্তিগত তথ্য নানান ভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই অত্যন্ত সতর্ক থাকা উচিত। অচেনা অজানা নম্বরে ফোন আসলে তা যতটা সম্ভব এড়িয়ে চলুন। কোনো রকম অজানা লিঙ্কে ক্লিক করার আগে তা ভালো হবে খতিয়ে দেখবেন। কখনোই পাসওয়ার্ড, ব্যাঙ্কের আইডি, ডেবিট কার্ডের নম্বর, পিন কারোর সাথে শেয়ার করবেন না। প্রয়োজনে সরাসরি ব্যাঙ্কে গিয়ে সমস্যা মিটিয়ে আসুন।

• ডেটা ব্যাক আপ

চেষ্টা করবেন সব সময় ফোনের ডেটা ব্যাক আপ রাখার। আপনার তথ্য গুগল ড্রাইভ, ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। যে কোনো সময় তথ্য হারিয়ে গেলেও আপনি তা আবার ফিরে পেতে পারেন। তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি পাসওয়ার্ড ব্যবহার করবেন।

• অনলাইন পেমেন্টে সাবধান

বর্তমানে অনলাইন পেমেন্টের রমরমা। খুব সহজেই ইউপিআই আইডি দিয়ে লেনদেন করা যায়। দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে একের পর এক এই ধরনের ইউপিআই অ্যাপের। নগদ টাকা ছাড়া দিব্যি যেখানে সেখানে বেরিয়ে পড়া যায়। সামান্য ফুচকার দোকানেও এখন ইউপিআই দিয়ে পেমেন্টের ব্যবস্থা রয়েছে। তবে পেমেন্টের পর অবশ্যই সাইট থেকে লগ আউট করবেন। যদি অ্যাপ সেই অবস্থাতেই খোলা থাকে তাহলে কিন্তু তথ্য চুরি হতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সবসময় নিজের ডেটা ইউজ করে পেমেন্ট করবেন। খুব দরকার ছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না।

• পাসওয়ার্ডের বেড়াজাল

আপনার ফোনে খুব শক্তপোক্ত একটি পাসওয়ার্ড দিয়ে রাখুন। বর্তমানে স্মার্টফোনে বিভিন্নভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। পিন, প্যাটার্ন কিংবা ফেসলক। এছাড়াও ফোনের অ্যাপগুলিতে আলাদা ভাবে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। অ্যাপগুলিতে আপনার ব্যক্তিগত তথ্য রয়েছে সেগুলি আলাদা ভাবে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। মাঝেমধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বেশিদিন ধরে এক পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version