।। প্রথম কলকাতা ।।
•বিপদে পড়িবার ভয়েই লোক ভয় পায়। কিন্তু বিপদের মধ্যে পড়লে তখন আর সে ভয় থাকে না।
•দুঃখ জীবনের বড় সম্পদ, দৈন্য বড় সম্পদ, সুখ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ।
•জীবনটা ছেলেখেলার জিনিস নয়। এটা একটা সিরিয়াস জিনিস।
•করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা, তার গাঁথুনি বড় পাকা হয়।
•মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। ১০ বছরের জীবন সে উপভোগ করেছে দেড় বছরে।