।। প্রথম কলকাতা ।।
Online Electricity Bill Scam: অনলাইনে বিদ্যুতের বিল দেন? জানেন কি, পুরো টাকাটাই চুরি হয়ে যেতে পারে! নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট! তাই অনলাইনে টাকা বা তথ্য দেওয়ার আগে দশবার ভাবুন। কারণ প্রতারকরা আপনাকে ফাঁদে ফেলতে ওৎ পেতে রয়েছে। প্রতারণার শিকার হতে চলেছেন কিভাবে বুঝবেন? এখন আমরা অনেকেই অনলাইন পেমেন্টে অভ্যস্ত। নগদ টাকা নিয়ে বিদ্যুৎ দফতর বা কিয়স্কের লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসে অনলাইন পেমেন্ট হয় নিমেষে।সেই সুযোগই কাজে লাগাচ্ছে প্রতারকরা। দেশে ব্যাপক ভাবে বেড়ে চলেছে অনলাইন বিদ্যুৎ বিল স্ক্যাম। প্রতারকরা এই স্ক্যামের মাধ্যমে দেশজুড়ে ব্যক্তিদের প্রতারণা করছে। জালিয়াতরা ভুয়ো মেসেজ পাঠাচ্ছে। বলা হচ্ছে সরকারি বিদ্যুৎ বিভাগ থেকে তা পাঠানো হচ্ছে।তারা পরিশোধ না হওয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। এরপর টাকা পাঠানোর জন্য লিংক দিচ্ছে। ওই লিংক ভুয়ো। সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।
ফোন করে বলা হচ্ছে, “প্রিয় গ্রাহক, আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে আজ রাত সাড়ে ৯টায়। কারণ আপনার আগের মাসের বিল আপডেট করা হয়নি।অনুগ্রহ করে অবিলম্বে আমাদের বিদ্যুৎ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন, ধন্যবাদ।”হোয়াটসঅ্যাপে এমন কোনও এসএমএস বা ফোন কল পেয়েছেন কেউ? যদি হ্যাঁ হয় তাহলে সতর্ক থাকা দরকার।
সারা দেশে অনেক মোবাইল ব্যবহারকারী এমন এসএমএস পাচ্ছেন। এতে ফিশিং লিঙ্ক রয়েছে। এটি জরুরি পরিস্থিতি তৈরি করে ফাঁদে ফেলার একটি কৌশল। এই ধরনের অনলাইন স্ক্যামে প্রতারকরা জাল টেক্সট পাঠায়। যা সরকারি বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো হচ্ছে বলে মনে করা হয়। এই বার্তায় অভিযোগ করা হয়, বিদ্যুৎ গ্রাহকরা বিল মেটায়নি। অবিলম্বে বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়।ফলে অনেকেই সরল মনে দ্রুত লিংক ডাউনলোড করে টাকা পাঠাতে বাধ্য হন। মনে রাখবেন, স্ক্যামাররা অফিসিয়াল লোগো ও ভাষা ব্যবহার করতে পারে। তারা প্রাপকের নাম এবং অ্যাকাউন্ট নম্বরও অন্তর্ভুক্ত করতে পারে। ফলে তা আসল বলে মনে হয়। জাল বার্তার সঙ্গে পার্থক্য করা কঠিন করে তুলতে পারে।
ফলস্বরূপ, অনেক লোক এই কেলেঙ্কারির শিকার হয়েছেন। প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির সঙ্গে কি ঘটেছিল দেখুন। ফোন করা ব্যক্তি নিজেকে বিদ্যুত বিভাগের একজন কর্মকর্তা বলে দাবি করেছিলেন। ভুক্তভোগী বিল পরিশোধ করতে চাইলে তাঁকে টিমভিউয়ার কুইক সাপোর্ট মোবাইলঅ্যাপ ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক পাঠানো হয়। অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে প্রতারক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়। এরপর তাঁর সমস্ত অর্থ মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়।তাই অযাচিত এসএমএস বা ফোন কল থেকে সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে জানিয়ে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না। তার বদলে বিলে থাকা ফোন নম্বর বা ওয়েবসাইট থেকে সঠিক তথ্য যাচাই করে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম