।। প্রথম কলকাতা ।।
Weather update: বছরের প্রথম দিনে শীতের দাপট কম। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নয়। আগামী তিনদিন এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতায় পরিষ্কার (Clear) আকাশ থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশ করছে ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকছে শহর কলকাতা। তবে কোথাও আর ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই শীত স্বাভাবিক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লেই আকাশ একেবারে ঝকঝকে হয়ে যাবে। কয়েকদিন আগে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল এখন তা স্বাভাবিকের চেয়ে একটু উপরে আছে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিন শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
উত্তর-পশ্চিমে পশ্চিমে ঝঞ্ঝা ছাড়া আর কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। আগামী দু-তিন দিনের অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম