Panic Button in Bus: মহিলাদের নিরাপত্তায় বাসে থাকবে প্যানিক বাটন! পরিবহন দফতরের নয়া বিজ্ঞপ্তি

।। প্রথম কলকাতা ।।

Panic Button in Bus: ভিড় বাসে মাঝেমধ্যে মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার মহিলা এবং শিশুদের নিরাপত্তার কথা ভেবে বাস কিংবা মিনিবাসে থাকবে প্যানিক বাটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে প্রত্যেক বাসে (Bus) এই প্যানিক বাটন (Panic Button) থাকতেই হবে। তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

গণপরিবহনের ক্ষেত্রে ৩১শে মে’র মধ্যে বাস এবং মিনিবাসে এই প্যানিক বাটন অর্থাৎ ভিএলটিডি (Vehicle Location Tracking Device) বসাতেই হবে। রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি এই ডিভাইসটি নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির মধ্যে না ফিট করা হয় তাহলে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ৩১শে মে’র মধ্যে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসে এই প্যানিক বাটন যুক্ত ডিভাইসটি বসাতেই হবে। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্য সরকার গণপরিবহনে মহিলা ও শিশুদের নিরাপত্তা বৃদ্ধিতে বেশ সচেতন।

আপাতত সরকারি তরফ থেকে ১২টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই যন্ত্র বসানোর লাইসেন্স নিয়ে কাজ করবে। পাশাপাশি এই কাজে আগ্রহী বেশ কয়েকটি সংস্থা আবেদন জমা দিয়েছে। হয়ত কয়েক মাসের মধ্যে নতুন বেশ কয়েকটি সংস্থা এই যন্ত্র বসানোর অনুমতি পেতে পারে। মূলত পরিকল্পনা কার্যকর করতে গেলে একটা পরিকাঠামো প্রয়োজন। তার সঙ্গে জড়িয়ে রয়েছে খরচের বিষয়টি। এই মূল্যবৃদ্ধির বাজারে যন্ত্র বসানোর খরচ কমাতে পরিবহন দফতর চাইছে, বিভিন্ন সংস্থা মিলে এই কাজ করুক। ইতিমধ্যেই সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। হয়ত খুব শীঘ্রই রাজ্যের পরিবহন দফতরের তরফ থেকে একটি এই বিষয়ক আদেশনামা জারি হবে। প্রথমে ঠিক হয়েছিল ৩১শে মার্চের আগে সমস্ত যাত্রীবাহী গণপরিবাহনে প্যানিক বাটন থাকা আবশ্যক। তারপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় ৩১শে মে’র মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version