Rahul Gandhi: ‘পাণ্ডবরা ‘সব ধর্মের’ সমর্থক ছিলেন’, কুরুক্ষেত্রে আর কী বললেন রাহুল গান্ধী?

।। প্রথম কলকাতা ।।

Rahul Gandhi: প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন কুরুক্ষেত্রে একটি সাংবাদিক সম্মেলনে নিজের অভ্যাস অব্যাহত রেখেছেন। যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেখানে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, পাণ্ডবরা ‘তপস্বী’ ছিলেন এবং ‘সকল ধর্মের’ সমর্থক ছিলেন। তাঁর কথায়, ‘একদিকে পাঁচজন তপস্বী ছিল, অন্যদিকে একটি সংগঠন ছিল। পাণ্ডবদের সঙ্গে সব ধর্মের মানুষ ছিল। এই যাত্রার মতো কেউ কাউকে জিজ্ঞাসা করে নি, কে কোথা থেকে এসেছে। পাণ্ডব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাঁরাও ঘৃণার মাঝে ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিল।

‘Opindia’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কংগ্রেস নেতা (Congress Leader) আরও জানিয়েছেন যে, পাণ্ডবরা নোটবন্দীকরণ এবং জিএসটি প্রয়োগ করেননি, কারণ তাঁরা ‘তপস্বী’ ছিলেন। প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, ‘পাণ্ডবরা কি নোটবন্দী কার্যকর করেছিলেন? তাঁরা কি জিএসটি নিয়ে এসেছেন? তাঁরা কি কখনও এই সমস্ত কাজ করেছিলেন? না, তাঁরা তা করেন নি কারণ তাঁরা ‘তপস্বী’ ছিলেন’। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী (PM Modi) নোটবন্দী এবং GST স্বাক্ষর করেছিলেন, কিন্তু এর পেছনে ছিল ভারতের ২-৩ বিলিয়নিয়ারের শক্তি। তা আপনি মানুন আর না মানুন’। এরই পাশাপাশি বক্তৃতায় বিরোধীদের উদ্দেশ্যে নিজের আক্রমণাত্মক মন্তব্য জারি রাখেন ওয়ানাড়ের সাংসদ।

এদিন বক্তৃতায় আরএসএস-এর (RSS) স্লোগান নিয়েও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, ভারতের ‘তপস্যা’কে আক্রমণ করা হচ্ছে। মানুষ এটা বোঝে না। কিন্তু সে সময় যে লড়াই ছিল, আজও তা বজায় রয়েছে। তিনি সভায় আসন্ন মানুষদের জিজ্ঞাসা করেন, তাঁরা কি কখনও শুনেছেন পাণ্ডবরা হিংসা ছড়িয়েছেন! তাঁর বক্তব্য, আরএসএস চায় লোকেরা তাঁদের পূজা করুক। আর এই ধরনের উপাসনার প্রতিক্রিয়া শুধুমাত্র তপস্যা হতে পারে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version