India Vs Pakistan: ড্রোনের মাধ্যমে ভারতে অবৈধ অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান! জাতিসংঘে চাঞ্চল্যকর আলোচনা

।। প্রথম কলকাতা ।।

 

India Vs Pakistan: অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান(Pakistan) আজ বিপর্যস্ত। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা করতে ভুলছে না। ভারত(India) এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা(Border Line) নিয়ে সর্বদা উত্তেজনা বিরাজমান। তার মাঝেই পাকিস্তানের দিকে পরোক্ষভাবে উঠলো আর এক অভিযোগ। ড্রোনের মাধ্যমে পাকিস্তান ঘুরপথে ভারতে অবৈধ ভাবে অস্ত্র সরবরাহ করছে। বিষয়টি আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে জাতিসংঘে।

 

অস্ত্র ও সামরিক সরঞ্জামের অবৈধ রপ্তানি আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন, যা ভূ-রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি করতে পারে এবং উপেক্ষা করা যায় না। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UNSC) বলেছে, সীমান্তের ওপার থেকে ড্রোন ব্যবহার করে অবৈধ অস্ত্র সরবরাহের একটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। প্রতিবেশী পাকিস্তানের সরাসরি নাম না নিয়ে ভারত বলেছে, প্রতিবেশী কর্তৃপক্ষের সাহায্য ছাড়া এসব সম্ভব নয়।

 

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি: অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘনের কারণে সৃষ্ট ঝুঁকি’ শীর্ষক আলোচনার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তারের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ অবস্থান ও ভাবমূর্তি নিয়ে কিছু দেশ যারা সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ করে, তাদের অপকর্মের জন্য জবাবদিহি করা উচিত। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। যা একেবারেই উপেক্ষা করা যায় না। এই বিপদ আরও বাড়ে যখন প্রতারণামূলকভাবে সংবেদনশীল প্রযুক্তি অর্জন এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারে প্রক্সি ভূমিকা পালনকারী দেশগুলো সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ করে। সন্ত্রাসীদের দ্বারা বিপুল পরিমাণে ছোট ও বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বোঝা যায় যে কোনো দেশের সরকারি সাহায্য ছাড়া এসব করা সহজ নয়।

 

কাম্বোজ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের আচরণের নিন্দা করতে এবং এই জাতীয় রাষ্ট্রকে তাদের অপকর্মের জন্য জবাবদিহি করতে আহ্বান জানিয়েছেন। প্রচলিত অস্ত্রের অবৈধ স্থানান্তর রোধে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী অপ্রসারণ ব্যবস্থা কার্যকর করার জন্য দেশটি একটি শক্তিশালী আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বিএসএফ বহু ড্রোন গুলি করে নামিয়েছে। ভারত এই প্রেক্ষাপটে, ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র সরবরাহের একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যা সেই অঞ্চলগুলি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দ্বারা সমর্থিত। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রায়ই অস্ত্র ও মাদক বহনকারী পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করে। এই বিষয়ে সাম্প্রতিকতম ঘটনাটি ১ এপ্রিল ঘটেছে, যখন বিএসএফ বলেছিল যে তার সৈন্যরা জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে।

Exit mobile version