India Pakistan: ভারতকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান! কেন SCO বৈঠক ভার্চুয়ালি? নয়া ব্যাখ্যায় জল্পনা শুরু

।। প্রথম কলকাতা ।।

India Pakistan: পাকিস্তান এই দশাতেও ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে। চিনের থেকে মুখ লোকাতে নাকি এসসিও বৈঠক ভার্চুয়ালি করছে ভারত? নিজেদের ভবিষ্যত অন্ধকার এদিকে ভারতের নিন্দা। ভারতের কূটনৈতিক চাল বোঝার ক্ষমতা নেই পাকিস্তানের। এমনও বলছেন অনেকে যে দেশে এখন এক পিস ডিমের দাম ২৪ টাকা তাদের কি বড়বড় কথা বলা মানায়?

৪ জুলাই ভারতে হওয়া SCO বৈঠক হবে ভার্চুয়ালি। ঘোষণা করা দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রকের তরফে। কিন্তু পাকিস্তান যেন এখানেই সূত্র পেয়ে গেল খুঁচিয়ে ঘা করার। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোয় রীতিমত খবর ছাপছে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন নাকি ভারতের এই বৈঠকে আসতে না বলে দিয়েছিল। সেজন্যই নাকি মুখ বাঁচাতে ভারতকে ভার্চুয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও তো ভারতে আসার কথা ছিল৷ তিনি কি আসতে না পেরেই রুষ্ট হলেন?

এখানেই শেষ হলে বোধহয় ভালো হত, পাকিস্তানের এই খবরও ছড়িয়ে দেওয়া হয়েছে বিলাবল ভুট্টো গোয়ায় এসে কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে প্রশ্ন তোলায় ভারত নাকি চটে গিয়েছিল। তাই দিল্লি চায় না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসে আবারও এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করুক। ভারতের কূটনৈতিক মহল বলছে, ইমরান খানের ইস্যু পাকিস্তানে এখন অনেকটা নিভু নিভু। নতুন বিস্ফোরক কোনও ইস্যু না খাড়া করলে জনতা তো সরকারকে মারতে আসবে সরকার। যেখানে এক লিটার দুধের দাম ওদেশে ১৮০ টাকার ওপর। সেখানে জনতার আইওয়াশে বেস্ট পলিসি তো ভারতের বদনাম। পাকিস্তানের মিডিয়া তো এটাও বলছে চিনের প্রেসিডেন্ট শুধু জমিবিবাদ নয়। ভারত যে খোলাখুলি রাশিয়াকে যুদ্ধে সমর্থন করেনি তা নিয়েও নাকি চটে আছেন তিনি।

প্রশ্ন উঠছে ইসলামাবাদ যে ব্যখ্যার পর ব্যাখ্যা দিয়ে যাচ্ছে তার কি কোনও ভিত্তি আছে আদৌ? পাকিস্তানের কথা পাকিস্তানের লোকও আদৌ এখন বিশ্বাস করে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ তবে ভারত কি খোলসা করেছে কেন হঠাৎ ভার্চুয়ালি বৈঠক করার ডিসিশন নেওয়া হয়েছিল। এনিয়ে কোনও বিবৃতি না পাওয়া গেলেও বিশ্লেষকদের মতে এমূহুর্তে শি জিনপিং হন বা রাশিয়ার পুতিন তাদের ভারত আসাটা বেশ চাপের বিশেষ করে যুদ্ধ ছেড়ে পুতিনের পক্ষে দেশের বাইরে যাওয়া বেশ চাপের।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ থেকে ২৪ জুন আমেরিকা সফরে যাবেন। এসময় মারাত্মক ব্যস্তও থাকবেন তিনি। এদিকে নমোর নেতৃত্ব দেওয়ার কথা এসসিও বৈঠকে। তাই হয়ত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ এটাও বলছেন যদি ভারতের সঙ্গে কোনও দেশের কোনও মতবিরোধ থাকে তাহলে এটাই সুযোগ মুখোমুখি হয়ে বিরোধ মেটানোর বাকি পাকিস্তানের রটনায় কানেও তুলতে চায় না ভারত৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version