ভারতের আতশকাঁচের নীচে পাক-চীন, বর্ডারে বসেছে মোক্ষম অস্ত্র! ৪৮ ঘন্টার মিশন

।। প্রথম কলকাতা ।।

অরুণাচল বর্ডারে চীন ফেলতে যাচ্ছে মোক্ষম অস্ত্র। ৪৮ ঘন্টার টাফ মিশনে সাগরেদ কিন্তু পাকিস্তান। বেচাল দেখলেই বিপদ, কিছুই নজর এড়াচ্ছে না ভারতের। শুধুই কী ফেস টু ফেস? কোন ভয়ঙ্কর চক্রান্তে সামিল বেজিং ইসলামাবাদ? ভুল করছে, ষড়যন্ত্রের দুই মাথা চীন পাকিস্তান ভারতের আতশকাঁচের তলায়। চীনের তীক্ষ্ণ নজরে অরুণাচল বর্ডার। ফের ভারত সীমান্তে উস্কানির ইঙ্গিত বেইজিংয়ের। আর, এবার সঙ্গ দিচ্ছে পাকিস্তান।তাহলে কী তলে তলে বড় কোনও ছক কষছে দুই দেশ?

অরুণাচল প্রদেশ সীমান্তে মুখোমুখি বসছে বেজিং ইসলামাবাদ। পাকিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানিও এই বৈঠকের পার্ট ভারত সীমান্তে উত্তেজনা বাড়াতে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে বেজিং, এটা কিন্তু স্পষ্ট। পাকিস্তান কে নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে শুরু হিমালয়ান মিট। এই বছর বৈঠকটি তিব্বতের নিংচিতে হচ্ছে এই অঞ্চলটা অরুণাচল প্রদেশ থেকে ১৬০ কিমি দূরে, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পড়ে। অর্থাৎ ভারতের একদম কাছে চীন। এই নিয়ে তৃতীয়বার ট্রান্স হিমালয়ান ফোরাম মিট অ্যারেঞ্জ করলো বেজিং উল্লেখ্য, হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য বেইজং ২০১৮ সালে এই ফোরামটি তৈরি করে। যার মধ্যে রয়েছে পাকিস্তান, মঙ্গোলিয়া, আফগানিস্তান। গোটা বিশ্ব জানে, অরুণাচলে অলরেডি নজর রয়েছে চীনের। এর প্রধান কারণ ভারতের ভূখণ্ডে চীনের আগ্রাসন প্রতিস্থাপন করা। এমনকি, কিছুদিন আগে সব সীমা পেরিয়ে চীন, অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম পাল্টে দিয়েছিল।

অরুণাচল প্রদেশকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিল্লির সঙ্গে সম্পর্কের আরো অবনতি ঘটিয়েছে বেইজিং। এবার তারমধ্যেই এই বৈঠক। যখন কিনা বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও ভারত চীন সম্পর্ককে অস্বাভাবিক বলে দেগে দিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই অরুণাচল প্রদেশ সীমান্তের এই বৈঠক নতুন করে নয়াদিল্লির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেই চীনের এই কৌশলী পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল। সিচুয়েশন বিশেষ সুবিধার ঠেকছে না। মনে করিয়ে দিই ভারতে আয়োজিত জি ২০ সামিটে যোগ দেয়নি চীন। এশিয়ান গেমসে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদের ভিসা দেয়নি পাকিস্তান। লাদাখ সীমান্ত সমস্যাও মেটেনি। এখনও দফায় দফায় লাদাখ সীমান্ত নিয়ে বৈঠক চলছে দুই দেশের মধ্যে। গালওয়ান উপত্যকার পাহাড় নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তারই মাঝে ফের অরুণাচল প্রদেশে হিমালয়ান মিট আয়োজন বেইজংয়ের দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version