পাক আর্মির দুর্ধর্ষ এসএসজি গোহারা হার! টাফ ট্রেনিং সত্ত্বেও প্যারা কমান্ডোর কাছে নাস্তানাবুদ, গলদ কোথায়?

।। প্রথম কলকাতা ।।

পাক আর্মির স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) দিনদিন হাসির খোরাক হচ্ছে। ইন্ডিয়ান প্যারা এসএফের সঙ্গে তুলনা! কত বার প্রাণ বাঁচিয়ে পালিয়েছে পাক এসএসজির কমান্ডোরা? কতটা টাফ ট্রেনিং সত্ত্বেও ফেল হয়ে যায় এসএসজি? পাকিস্তান, পাকিস্তানীরা এখনও মূর্খের স্বর্গে বাস করে? ভারতের রাজপুত রেজিমেন্টের সামনে পাকিস্তানের এসএসজি। কার্গিল যুদ্ধে কোনও সুবিধা করতে পারেনি পাকিস্তানের এই স্পেশাল ফোর্স। টাইগার হিলের লড়াই হোক বা ব্যাটল অব টোটোলিং আর কতবার হারলে পাক আর্মি মেনে নেবে ভারতীয় প্যারা এসএফের কাছে। পাকিস্তানের বিশেষ গ্রুপ এসএসজি জিরো।

গোর্খা রেজিমেন্ট, মার্কোস কমান্ডো, প্যারা এসএফ হোক বা নাগা রেজিমেন্ট। ইন্ডিয়ান আর্মির একের পর এক স্পেশাল গ্রুপ যেমন আছে। তেমনই পাকিস্তান আর্মিতে রয়েছে এসএসজি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এসএসজির ট্রেনিংও কিন্তু মারাত্মক শক্ত হয়। সবাই এসএসজি কমান্ডো হতেও পারে না। ১২ ঘন্টায় ৬০ কিলোমিটার দৌড় শেষ করতে হয়। অ্যাডভান্স মিলিটারি ট্রেনিং জুডো, ক্যারাটে, মিলিটারি নেভিগেশন ট্রেনিং। মুশকিল থেকে মুশকিল পরিস্থিতিতে বেঁচে থাকা প্রশিক্ষণ তো রয়েছেই। শত্রুকে নাস্তানাবুদ করতে এরাই সেরা। কিন্তু তারপরও ভারতের প্যারা এসএফের সঙ্গে কেন পেরে ওঠে না এসএসজি। এটাই সবথেকে বড় প্রশ্ন।

১৯৬৬ নাইন এসএফের প্রথম ব্যাটেলিয়ন তৈরি করা হয় ভারতীয় আর্মিতে। তবে ১৯৬৮ এই ব্যাটিলিয়নকেই দুভাগে ভাগ করে দেওয়া হয়। ৯ প্যারা এসএফ ও ১০ প্যারা এসএফ। ৯ প্যারা এসএফকে জম্মু কাশ্মীরের স্পেশাল অপারেশনের জন্য রাখা এবং ১০ প্যারা এসএফ রাজস্থানের সীমান্তে মোতায়েন থাকে। ইতিহাস স্বাক্ষী পাকিস্তান কীভাবে হেরেছে ১৯৭১ ইন্দো পাক যুদ্ধ ভারতীয় সেনার এসএসএফ স্পেশাল ফোর্সকে পাঠানো হয়। পূর্ব পাকিস্তানের চিটাগঙে যা বর্তমানে বাংলাদেশে। পাহাড়ি ও উপত্যকা দখল করে ছিল এসএসজি। সেখানেই পাক আর্মি এই ফোর্সকে মজা বুঝিয়েছিল ভারতের স্পেশাল কমান্ডোরা। তথ্য বলছে একবার নয় বহুবার ভারতের প্যারা এসএফের মুখোমুখি হয়েছে এসএসজি। তার ততবারই গোহারা হেরে ফিরতে হয়েছে। এমনকি কার্গিল যুদ্ধে টোলোলিং দখলের লড়াইয়ে পাকিস্তানের ২৩ জওয়ান নিহত হয় যার মধ্যে ১১ জন ছিলেন এসএসজি কমান্ডো। প্রশ্ন উঠছে আর কতবার এসএসজিকে ইন্ডিয়ান আর্মি নাস্তানাবুদ করলে
পাকিস্তানের ভুল ধারণা ভাঙবে?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version