Paper Cup Making Business: মাসে লক্ষাধিক টাকা ইনকামের সুযোগ, পথ দেখাবে পেপার কাপের ব্যবসা

।। প্রথম কলকাতা।।

Paper Cup Making Business: সাধারণত ছোট ক্যাফে কিংবা ছোট দোকান যেখানে সফট ড্রিংক পাওয়া যায় সেখানে ব্যবহার করা হয় পেপার কাপ ( Paper Cup) । এইগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। মাটির সঙ্গে মিশে যায় খুব সহজে। আর ব্যবসায়ীদের কাছেও এই পেপার কাপের চাহিদা বর্তমান বৃদ্ধি পেয়েছে। যেকোনো অনুষ্ঠানেও চা , কফি, জুস পরিবেশন করার জন্য পেপার কাপের উপর ভরসা করছে ক্যাটারিং সার্ভিস। তাই সারা বছরই এই পেপার কাপ চাহিদাতে থাকছে। ছোট বড় মাঝারি নানান মাপের পেপার কাপ তৈরি করা সম্ভব মেশিনের মাধ্যমে।

এই পেপার কাপ তৈরি করার ব্যবসা ( Paper Cup Making Business) যদি নিজে থেকে শুরু করতে পারেন তাহলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করার সুযোগ তৈরি হবে। তবে এক্ষেত্রে সমস্যা একটাই, পেপার কাপ হাতে তৈরি করা যায় না । আপনাকে পেপার কাপ তৈরি করার জন্য একটা অটোমেটিক মেশিন ( Automatic Machine) অবশ্যই কিনতে হবে । সেই মেশিনটি এক মিনিটে প্রায় ৫০ থেকে ৫৫ টি কাপ তৈরি করে দিতে পারবে। যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে। ব্যবসা শুরু করতে গেলে কিছুটা মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করতে হবে ঠিক কথা কিন্তু তাতে লাভের পরিমাণও যথেষ্ট।

* পেপার কাপ তৈরির ব্যবসায় পুঁজি

এই ব্যবসা একেবারে প্রাথমিকভাবে শুরু করতে গেলে আপনাকে অন্ততপক্ষে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। কারণ অটোমেটিক মেশিন কেনা থেকে শুরু করে কাঁচামাল এবং কর্মচারী সহ প্যাকেজিং এর খরচ মিলিয়ে এই টাকার প্রয়োজন হবে।

* পেপার কাপ তৈরির ব্যবসায় কাঁচামাল

এই ব্যবসায় কাঁচামাল হিসেবে প্রয়োজন হবে ফুড গ্রেড বা পলিকোটেড পেপার । এই ধরনের পেপার গুলির কাপ যতই ঠান্ডা কিংবা গরম থাক না কেন তা ধরতে সাহায্য করে।

* পেপার কাপ প্যাকেজিং প্রসেস এবং মার্কেটিং

অটোমেটিক মেশিনে যেহেতু পেপার কাপ একা একাই তৈরি হবে তাই সে ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগতভাবে কিছু করার প্রয়োজন নেই । কিন্তু প্যাকিং এর দিকে জোর দিতে হবে । কতগুলি প্যাকেটে কতগুলি করে কাপ যাবে তা নির্ধারণ করবেন ব্যবসায়ী। সেই অনুযায়ী প্যাকেজিং করার জন্য নির্দিষ্ট লোক রাখতে হবে। আর ভালো মানের প্যাকেজিংয়ের দিকে জোর দিতে হবে । নইলে চাপে যখন তখন কাপগুলি দুমড়ে-মুচড়ে যেতে পারে। যা লাভের বদলে ক্ষতিটাই ডেকে আনবে।

এক্ষেত্রে ব্যবসার মার্কেটিং ভীষণভাবে গুরুত্ব রাখে। প্রতিদিন বহু দোকান থেকে শুরু করে ছোট স্টল কিংবা সফট ড্রিংকস কর্নারে হাজার হাজার পেপার কাপ ব্যবহার করা হয় । কাজেই সেই সকল জায়গায় আগে থেকেই যোগাযোগ রাখতে হবে। আপনি একদিনে কত কাপ তৈরি করতে পারবেন তার উপর ভিত্তি করে অর্ডার নিতে হবে। শুধুমাত্র রাজ্যেই যে ব্যবসা করতে হবে তেমন কোন বিধি-নিষেধ নেই । আপনি চাইলে রাজ্যের বাইরেও মাল বিক্রি করতেই পারেন।

* পেপার কাপ তৈরির ব্যবসায় লাভের পরিমাণ

বর্তমানে ১১ ধরনের পেপার কাপ বাজারে বিক্রি করা হয়। আর প্রত্যেকটি কাপের দাম তার কালার এবং কোয়ালিটির উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। আশি পয়সা থেকে দু টাকা পর্যন্ত পেপার কাপের দাম ধরা হয়। কাজেই যদি খুব ভালো মানের পেপার কাপ আপনি তৈরি করতে পারেন তাহলে প্রতিমাসে ৭৫ থেকে ৮০ হাজার টাকা রোজগার করা একেবারেই সহজ । এছাড়াও বাড়তি কিছু অর্ডার নিতে চাইলে আপনার মাসিক রোজকার ১ লাখ ছাড়িয়ে যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version