ওপারের মোশারফ করিম এলেন এপারে, উচ্ছাসিত ফ্যান ফলোয়ারসরা

।। প্রথম কলকাতা ।।

সকলের প্ৰিয় ওপারের অভিনেতা এলেন এপারে। উচ্ছাসিত ফ্যান ফলোয়ারসরা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা মোশারফ করিম। পশ্চিমবঙ্গে নাট্য উৎসবের উদ্বোধনে স্বয়ং এসে হাজির হলেন। সংবাদমাধ্যমের নানান প্রশ্নের উত্তর দিলেন মোশারফ করিম। রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছুটে এসেছেন স্বনামধন্য অভিনেতা মোশারফ করিম। ১ লা ডিসেম্বর পর্যন্ত এই নাট্য উৎসব চলবে অশোকনগরে। বিভিন্ন ধরনের সামাজিক, শিক্ষনীয় নাটক পরিবেশিত হবে এই নাট্য উৎসবে। নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমূখ।

পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমি ভারতে আসার জন্যই প্রথম পাসপোর্ট তৈরি করি। তখন আমার কৈশোর উত্তীর্ণ একটা সময়। বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকেই মনে হল সেই একই দেশ। একই গাছপালা, একই খাল, একই সেতু, লোকজনের কথাবার্তার ধরণও এক।’ অনুষ্ঠানে ফাঁকে মোশাররফ করিমকে বিশ্বকাপে ভারতের হেরে যাওয়া নিয়ে বাংলাদেশিদের উল্লাস নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলেই তিনি জবাবে বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে। কিন্তু আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। খেলা খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না। এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। এগুলি তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়।’

এই নাট্য উৎসবের টানেই সুদুর বাংলাদেশ থেকে তিনি এসেছেন বলেই জানিয়েছেন। এ বাংলা তাঁর ভালো লাগে। এবার না হলেও, আগামী দিনে অশোকনগর নাট্য উৎসবে নাটক উপস্থাপনা করারও ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা মোশারফ করিম। ইতিমধ্যেই এপার বাংলায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম। বাংলাদেশের ভক্তদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা অনেকটাই তা এই দিনের অনুষ্ঠানে দর্শকদের উন্মাদনা দেখেই বোঝা গেল। মঞ্চে খালি গলায় গান গাইতেও এদিন দেখা গেলো মোশারফ করিম কে। আগামী কয়েক দিন এই নাট্য উৎসবকে ঘিরেই অশোকনগরের সংস্কৃতি প্রেমী মানুষেরা আনন্দে মেতে উঠবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version