Railway: এক টিকিটেই আট জায়গায় ঘুরতে পারবেন! দুর্দান্ত সুযোগ ভারতীয় রেলের

।। প্রথম কলকাতা ।।

Railway: দেশের নানা প্রান্তে ট্রেনে যেতে চাইলে আর টিকিট কাটতে হবে না। এবার থেকে এক টিকিটেই ৮ বার ভারত ভ্রমণ আপনার স্বপ্নের জায়গায় বেড়ানোর দুর্দান্ত সুযোগ এনে দিল ভারতীয় রেল। অনেকে যাত্রীই এই পরিষেবার কথা জানেন না। সার্কুলার জার্নি টিকিট কী হয় জানেন? ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে কানেক্ট করছে ভারতীয় রেল। ব্যস্ত রুটিনের ফাঁকে একটু সুযোগ পেলেই অনেকেই বেড়াতে যাওয়ার নেশা। তাঁদের অনেক খরচ কমিয়ে দিল রেল কর্তৃপক্ষ। এবার থেকে একবার টিকিট কাটলেই ৮ টা জায়গায় ট্রেনে করে পৌঁছতে পারবেন। কীভাবে?

এক ট্রেনের টিকিটেই আপনি ৮ বার আলাদা আলাদা স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন। তবে সরাসরি টিকিট কাউন্টার থেকে এই টিকিট কিনতে পাওয়া যায় না। তার জন্য আপনাকে কয়েকটা বিষয়ে মানতে হবে। মানে ধরুন নয়াদিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রার টিকিট কেটেছেন মাঝে আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরে শেষ স্টেশনটি নয়া দিল্লিই হতে হবে ্আলাদা আলাদা করে টিকিট কাটলে তার খরচও বেশি হত। এবার অনেকটাই টাকা বাঁচবে আপনার। সার্কুলার জার্নি টিকিটে এই বিশেষ টিকিটের বৈধতা ৫৬ দিন। যে কোনো ক্লাসে ভ্রমণের জন্য এই টিকিট কাটা যাবে।

কোথা থেকে পাবেন এই টিকিট ?

প্রথমে বাড়ির কাছের স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলতে হবে। কোন কোন স্টেশনের টিকিট লাগবে সেই পরিকল্পনা লিখে একটি দরখাস্ত জমা দিতে হবে। স্টেশন মাস্টার আপনার টিকিটের মূল্য কত হবে বলে দেবেন। এরপর বিভিন্ন ট্রেনে আসন বুকিং করার জন্য আপনাকে রিজার্ভেশন অফিসে যেতে হবে। সেখান থেকেই টিকিট পেয়ে যাবেন। সার্কুলার জার্নি টিকিট সাধারণ টিকিটের চেয়ে বেশ খানিকটা সস্তাও।

প্রতিদিন প্রতিনিয়ত কয়েক কোটি মানুষ যাতায়াত করেন এই রেলপথে। যাত্রী সুবিধার্থে রেল কর্তৃপক্ষও নিয়ে আসে একটার পর একটা নতুন নতুন অফার। তাই পরের ট্রিপ প্ল্যানিংয়ের আগে স্টেশনে খোঁজ নিতে ভুলবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version