Mamata Banerjee: শিলংয়ের রাস্তায় অন্যরূপে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য সীমানা সংঘর্ষে নিহতদের পরিবারকে

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁর সফর সঙ্গী হিসেবে এবার রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মেঘালয় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তৃণমূল পর্যবেক্ষক মানস ভূঁইয়া। মঙ্গলবার শিলং এর সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয় এই সভায় যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন মুখরোয় বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে।

তাদের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। আর এরপর সকলের উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। তাদের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরে সোজা শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরির পথে পাড়ি দেন মমতা। তবে রাস্তায় মেঘালয় সংস্কৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দেন। মুখ্যমন্ত্রীকে দেখা যায় ঢোল বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হাঁটতে তাকে দেখে রীতিমত উচ্ছ্বসিত হয়ে পড়েন আম জনতারাও। এদিনের আয়োজিত কর্মীসভায় সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, তৃণমূল যদি মেঘালয়ে ক্ষমতায় আসে তবে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার তৃণমূল সরকারকে পরামর্শ দেবেন । তবে মেঘালয়কে শাসন করবে মেঘালয়ের মানুষ। সমস্ত ক্ষমতা থাকবে মেঘালয়ের মানুষের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে পা মিলিয়ে কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, গোয়ায় তৃণমূলের তেমন নেতৃত্ব তৈরি ছিল না। তবে মেঘালয়ের জন্য নেতৃত্ব তৈরি রয়েছে। সেই হিসেবে তিনি নাম উল্লেখ করেন মুকুল সাংমা, চার্লস পাইনগ্রোপের। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যেহেতু মহিলাদের ভূমিকা অত্যন্ত বেশি , তাই তৃণমূল সেখানে ক্ষমতায় এলে অবশ্যই মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা হবে বলে জানান তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version