TMC Foundation Day: নববর্ষের প্রথম দিনে ২৫-এ পদার্পণ তৃণমূলের, প্রতিষ্ঠা দিবসে থাকছে কী কী কর্মসূচি ?

।। প্রথম কলকাতা।।

TMC Foundation Day: বিশ্ববাসী সবেমাত্র ২০২২ কে বিদায় জানিয়ে নববর্ষ ২০২৩ কে সাদরে স্বাগত জানিয়েছেন। দেশের অন্যান্য জেলার মতো বাংলাতেও এই নববর্ষ উদযাপন নিয়ে জনসাধারণের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা গিয়েছিল। তবে বাংলার মাটিতে আজ আরও একটি বিশেষ উৎসব বরং বলা ভালো বাংলার তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৩ সালের ১ জানুয়ারিতে ২৫ বছরে পদার্পণ করল তৃণমূল কংগ্রেস ( Foundation Day Of TMC) । আজ সেই উপলক্ষ্যে দলের তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

১৯৯৮ সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন থেকে প্রতীক নিয়ে রাজনীতির মাঠে পথচলা শুরু করেছিল । তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। যার ফলস্বরূপ বাংলার বুকে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস দল । এই দলটি বর্তমানে রাজ্য সরকার গঠন করেছে এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জনসাধারণের পছন্দে টানা তিনবার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। এই বিশেষ দিনে দলীয় কর্মীদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবছর ১ জানুয়ারি একদিকে যেমন নববর্ষ পালন করা হয় তেমনই পালন করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবস পালন করা হবে কিন্তু সোমবার অর্থাৎ ২ জানুয়ারি দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে। বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) । তৃণমূল কংগ্রেসের যে পুরনো কার্যালয়টি ছিল কলকাতায় সেটির ভাঙার কাজ শুরু হয় বেশ কয়েকদিন আগে। ২০২৩ অর্থাৎ নতুন বছর থেকে সেই কার্যালয় তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিন তৃণমূলের একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে ত্রিপুরা, অসম, গোয়া, মেঘালয়েও।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version