UTS App: এবার বাড়ি বসেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট! বড় পরিবর্তন UTS অ্যাপে

।। প্রথম কলকাতা ।।

UTS App: লোকাল ট্রেনের অসংরক্ষিত আসনে যাতায়াত করা যাত্রীদের জন্য বড় সুখবর। এবার থেকে ইউটিআই অ্যাপে (UTS App) টিকিট কাটার ক্ষেত্রে পদ্ধতি আরও বেশি সহজ। সম্প্রতি ইউটিআই অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে যার ফলে এই সুবিধা পেতে চলেছেন যাত্রীরা।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই UTS App চালু করা হয় যা কিনা এই মুহুর্তে বেশ জনপ্রিয়। তবে যেহেতু এই অ্যাপের বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে তাই তা দূর করতে টিকিট বুকিংয়ে আনা হল বড় পরিবর্তন।

কী বদল আনা হল?

‘এই সময়’ যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখান থেকে জানা গেছে এতদিন যাত্রীরা স্টেশনের ২ কিলোমিটারের মধ্যে থাকলেই টিকিট কাটতে পারতেন। তবে এবার সেই সীমা বাড়িয়ে ৫ কিলোমিটার করা হল। মনে করা হচ্ছে এর ফলে এখন যাত্রীরা চাইলে বাড়ি থেকেই ট্রেনের টিকিট কেটে রওনা দিতে পারবেন। তবে যারা শহরতলির বাইরে থাকেন তাদের জন্য দূরত্ব গন্তব্য করা হয়েছে ২০ কিলোমিটার। এতদিন তাদের জন্য এই গন্তব্য ছিল ৫ কিলোমিটার।

জেনে নেওয়া যাক UTS-এ টিকিট কাটার নিয়ম

প্রথমে নিজের মোবাইলে UTS অ্যাপ ইন্সটল করুন।

সেখান থেকে সিলেক্ট করুন পেপারলেস টিকিট।

এরপর বেছে নিন সোর্স স্টেশন ও গন্তব্য স্টেশন।

এবার UTs ওয়ালেটের, UPI দিয়ে টাকা দিয়ে কেটে নিন টিকিট।

একটি ID দিয়ে সর্বোচ্চ ৪ জন যাত্রীর টিকিট কাটা যাবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version