এবার হোয়াটস্যাপ চ্যানেলেও পাঠাতে পারবেন ভয়েস ম্যাসেজ। কিভাবে পাঠাবেন?

।। প্রথম কলকাতা ।।

আরও উন্নত হতে চলেছে হোয়াটস্যাপ। কি কি সুবিধা পাবেন? ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে প্রতিনিয়তই কাজ করছে অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত এক বছরে অনেকখানি বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ। একের পর এক ফিচার এসেছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই সব পরিবর্তন আসলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে চ্যানেল। অর্থাত্‍ ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চ্যানেল খুলতে পারবেন এই প্ল্যাটফর্মেই। এমনকি আয়ও করা যাবে এখান থেকে।

এবার মেটার মালিকানাধীন অ্যাপটি চ্যানেলগুলোতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করতে দেবে। এই সংক্রান্ত কাজও চলছে। হোয়াটসঅ্যাপ বর্তমানে চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটররা তাদের ফোলোয়ারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে পারবেন। বর্তমানে, টেক্সট মেসেজ, ফোটো, ভিডিও এবং জিআইএফ শেয়ার করা সম্ভব চ্যানেলের মাধ্যমে৷তবে এবার চ্যানেলের মাধ্যমে ভয়েস মেসেজ আর স্টিকারও শেয়ার করা সম্ভব। ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করা গেলে শুধু টেক্সট মেসেজের তুলনায় আরও ভাল যোগাযোগ তৈরি করতে পারবে। এই ফিচারগুলি অবশ্যই চ্যানেল ফলোয়ারদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে।

ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার ক্ষমতা পেলে আপডেট শেয়ারিং এর মাধ্যমে আরও দক্ষ যোগাযোগের মাধ্যমে চ্যানেলটিকে উন্নত করা সম্ভব হবে। এই ফিচারগুলি চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটরদের সাহায্য করবে যাতে তাঁরা চ্যানেলগুলিকে আরও আকর্ষণীয় করে তুলে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে পারেন। চ্যানেলগুলিতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার ফিচারটি নিয়ে আপাতত কাজ চলছে। আগামী আপডেটে ব্যবহারকারীরা এটি পেতে পারেন।

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি লক করা চ্যাটগুলি লুকনোর জন্য একটি নতুন ফিচার চালু করার পরিকল্পনা করছে। লক করা চ্যাটগুলি লুকনোর অপশনটি বর্তমানে কাজ করছে। আগামী আপডেটে এই ফিচার পাওয়া যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version