Aadhaar Update: এবার বিনামূল্যেই আধার আপডেট! ঘোষণা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার

।। প্রথম কলকাতা ।।

Aadhaar Update: আজকের দিনে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) একটি গুরুত্বপূর্ণ নথি। যাবতীয় অফিসিয়াল কাজের জন্য এই কার্ডের প্রয়োজন পড়ে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার নথি (আধার কার্ডের অনলাইন আপডেট) আপডেট করার সুবিধা দিয়েছে। সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগে মানুষকে আধার পোর্টালে তাদের নথি আপডেট করতে ২৫ টাকা (আধার কার্ড আপডেটের জন্য চার্জ) দিতে হত।

অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, “ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বাসিন্দাদের বিনামূল্যে তাদের আধার নথিগুলি অনলাইনে আপডেট করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। বিনামূল্যে পরিষেবাটি পরবর্তী তিন মাসের জন্য উপলব্ধ অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৪ জুন ২০২৩ পর্যন্ত৷

যদিও নতুন সুবিধা শুধুমাত্র তাদের জন্য উপলব্ধ যারা myAadhaar পোর্টালের মাধ্যমে পরিবর্তন করছেন, যারা শারীরিকভাবে আপডেটের জন্য আধার কেন্দ্রে যান তাদের এখনও ফি হিসাবে ৫০ টাকা দিতে হবে। যদি জনসংখ্যার বিবরণ (নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি) পরিবর্তন করার প্রয়োজন হয় তবে বাসিন্দারা নিয়মিত অনলাইন আপডেট পরিষেবা ব্যবহার করতে পারেন, বা নিকটস্থ আধার কেন্দ্রে যেতে পারেন। এই ধরনের ক্ষেত্রে সাধারণ চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য, যারা ফোন নম্বর পরিবর্তন করতে চাইছেন তাদের শারীরিকভাবে আধার কেন্দ্রে যেতে হবে এবং ফি হিসাবে ৫০ টাকা দিতে হবে। বাসিন্দাদের জন্য যাদের আধার কার্ড ১০ বছরেরও বেশি আগে ইস্যু করা হয়েছিল এবং কখনও তাদের UID আপডেট করেনি, UIDAI তাদের জনসংখ্যার বিবরণ পুনরায় যাচাই করার জন্য অনলাইনে নথি আপলোড করতে অনুরোধ করছে৷

অনলাইনে কিভাবে আপডেট করবেন আধার কার্ডের দেখুন। প্রথমে https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান। এরপর নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করুন। তারপর Document update-এ ক্লিক করুন। সেখানে আপনার সব তথ্য একবার মিলিয়ে নিন। সব তথ্য ঠিক থাকলে Hyper লিঙ্ক-এ ক্লিক করুন। পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করুন।এরপর সেই সমস্ত তথ্যের নথি আপলোড করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version