Life certificate : এখনও লাইফ সার্টিফিকেট জমা দেন নি! ঘরে বসেই কি করে এখনই সে কাজ করবেন?

।। প্রথম কলকাতা ।।

Life certificate: সময় আর বেশি নেই। চলতি মাসের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। অথচ অনেকে এখনও কাজের চাপে সময় করে উঠতে পারেননি। অনেকে হয়তো বাইরে আছেন। ঘরে বসে বা যেখানে আছেন সেখান থেকেই লাইফ সার্টিফিকেট জমা করা গেলে কেমন হয়? পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার বিভিন্ন ধরনের উপায় রয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস। এই মাধ্যমে পেনশনভোগীরা ভিডিও কলের মাধ্যমে নিজেদের লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের প্রত্যেক বছর নিজেদের লাইফ সার্টিফিকেট সাবমিট করতে হয় পেনশন ডিসবারসিং এজেন্সির মাধ্যমে। পেনশনভোগীদের জন্য এই লাইফ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনভোগীদের জন্য চালু করেছে ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে পেনশনভোগীরা ভিডিও কলের মাধ্যমেই তাঁদের লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। ভিডিও কলের মাধ্যমে লাইফ সার্টিফিকেট কিভাবে সাবমিট করবেন তা এখন দেখে নেওয়া যাক।

প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেনশন সেবা ওয়েবসাইট খুলে ফেলুন। এক্ষেত্রে পেনশন সেবা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ওয়েবসাইট ওপেন করলে প্রথমে ক্লিক করতে হবে ওয়েব পেজের ওপরে থাকা ‘VideoLC’ লিঙ্কে। অ্যাপ্লিকেশন খুললে সিলেক্ট করতে হবে ‘video Life Certificate’ অপশন।

এরপর পেনশনভোগীকে নিজের অ্যাকাউন্ট নম্বর এন্টার করতে হবে। এরপর ক্যাপচা কোড এবং নিজেদের আধার ডিটেলস দিতে হবে।

এরপর ‘Validate Account’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পেনশনভোগীদের আধার কার্ড লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।এরপর নিজেদের সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে।

এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে দেওয়া নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পেনশনভোগীর ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট সিডিউল করতে হবে। এক্ষেত্রে ভিডিও কলের কনফারমেশন এসএমএস অথবা ই-মেলের মাধ্যমে সেন্ড করা হবে।এরপর সেই নির্দিষ্ট সময় অনুযায়ী ভিডিও কলে জয়েন করতে হবে।

এরপর ভিডিও কলের মাধ্যমে ব্যাঙ্ক প্রতিনিধিদের সামনে ভেরিফিকেশন কোড পড়তে হবে এবং নিজেদের প্যান কার্ড দেখাতে হবে।ভেরিফিকেশন করার পর ব্যাঙ্ক অফিসিয়াল পেনশনভোগীদের মুখের ছবি তুলবেন। ভিডিও কল শেষ হয়ে গেলেই পেনশনভোগীদের কাছে একটি মেসেজ পাঠানো হবে। সেই মেসেজে সব ইনফরমেশন রেকর্ড করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হবে। পেনশনভোগী এসএমএসের মাধ্যমে তাঁদের ভিডিও লাইফ সার্টিফিকেটের স্টেটাস জানতে পারবেন। তাহলে আর দেরি নয়, এখনই ভিডিও কলে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version