Birth of child: এক বা দুই নয়, একসঙ্গে পাঁচ পাঁচটি সন্তানের জন্ম দিল এক প্রসূতি

।। প্রথম কলকাতা ।।

 

Birth of child: এক বা দুই নয়, একসঙ্গে পাঁচ পাঁচটি সন্তানের জন্ম হল। উত্তরদিনাজপুরে একসঙ্গে পাঁচটি মেয়ের জন্ম দিয়েই ভাইরাল এই মহিলা। সি সেকসান নয়, নর্মাল ডেলিভারি করেই জন্ম পাঁচ মেয়ের। কেমন সেই অভিজ্ঞতা?নাতনিদের জন্মে পরে কী বললেন দাদু? আপনিও কি গর্ভবতী? জানেন একাধিক সন্তান একসঙ্গে কেন হয়?

 

বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা জাভেদ আলম। তাঁর স্ত্রীর তাহেরা বেগম দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন। রবিবার ভোরে প্রসব যন্ত্রণা ওঠায় ওই মহিলাকে ইসলামপুরের আমবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।১ ঘণ্টার মধ্যে ওই প্রসূতি পাঁচ মেয়ের জন্ম দেন। পাঁচ মেয়েই এখন সুস্থ রয়েছে। আলট্রাসাউন্ড করে বোঝা গিয়েছিল গর্ভে পাঁচ সন্তান রয়েছে। প্রথমে প্রসূতি খুবই ভয় পেয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যায়। নর্মাল ডেলিভারি করা সম্ভব হয়েছে। যদিও একসঙ্গে পাঁচজন সন্তান হওয়ায় কিছুটা চিন্তায় সদ্যজাতদের মা। পাঁচ মেয়েকে বড় করতে হবে, তাঁদের দেখভাল করতে হবে যে অনেক বড় দায়ি্ত্ব। তবে মেয়ে হওয়ার জন্য কোনও দুঃখ নেই। এখন সকলকেই মানুষের মতো মানুষ করাই তাঁর লক্ষ্য।

 

কিন্তু একসঙ্গে পাঁচ মেয়ে। ঘটনাটা অবিশ্বাস্য লাগছে না? একই সঙ্গে একাধিক সন্তান গর্ভধারণকে মাল্টিপল প্রেগন্যান্সি বলে। এটি স্বাভাবিক ঘটনা নয়। সাধারণত যমজ, ক্ষেত্রবিশেষে তিনটি ট্রিপলেট, চারটি কোয়াড্রুপলেট কিংবা আরও বেশি সন্তান ধারণের ঘটনাও হতে পারে। স্বাভাবিকভাবে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর নিষেকের ফলে
একটি ভ্রূণ তৈরি হয় এবং সেটিই জরায়ুতে প্রতিস্থাপিত হয়।  কখনো কখনো দুটি বা তিনটি ডিম্বাণু একই সময়ে নিষিক্ত হয়। সেক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

৫ তারিখ, ইংরাজির পঞ্চম মাসে ভোর ৫টায় ওই প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গেই ডেলিভারি। এরপরই পঞ্চকন্যার জন্ম। খুশি পরিবারের লোকেরা। চিকিৎসকও জানাচ্ছেন, সুস্থই আছে মা ও কন্যারা। এই ঘটনায় দাদু যদিও ভীষণ খুশি। বউমা পাঁচ সন্তানের জন্ম দিয়েছে। আমি অত্যন্ত খুশি। শনিবার পাঁচটায় হয়েছে পাঁচ নাতনি। সকলেই ভালো আছে। অনেকেই তাহেরাকে দেখতে ছুটে আসেন হাসপাতালে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version