।। প্রথম কলকাতা।।
Black Day Of India: ১৪ ফেব্রুয়ারি গোটা দেশ ভাসে প্রেমের জোয়ারে। শহরের অলিতে-গলিতে প্রেমের ফুল ফুটে ওঠে। আকাশে-বাতাসে শুধুই প্রেমের গন্ধ। কিন্তু এই প্রেমের মাঝেও কোথাও যেন কালো অন্ধকার লুকিয়ে রয়েছে। কোথাও যেন মিশে রয়েছে হাজার হাজার মানুষের কান্না। ১৪ ফেব্রুয়ারি দিনটি প্রেমের দিবস (Valentine’s Day) হলেও, এই দিনটিকে ‘ব্ল্যাক ডে’ (Black Day) অর্থাৎ কালো দিন হিসেবে বলা হয়। এই দিনেই হিংসার বিষাক্ত বীজ রোপিত হয়েছে।
সাল ২০১৯, তারিখ ১৪ ফেব্রুয়ারি। আর পাঁচটা দিনের থেকে এই দিনটি স্বাভাবিকভাবেই সাধারণের জন্য একটু আলাদাভাবে শুরু হয়েছিল। কারণ প্রেম দিবস বলে কথা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল ভালোবাসার পোস্টে। ফোনে, মেসেজে সবাই নিজের কাছের মানুষকে ভালোবাসার শুভেচ্ছা পাঠাতে ব্যস্ত। আর ঠিক এমন একটি পরিবেশে জানা যায়, পুলওয়ামায় (Poolwama) সন্ত্রাসী হামলা হয়েছে। ভারতীয় নিরাপত্তাবাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি। যে হামলায় প্রাণ হারিয়েছে ৪০ জন সিআরপিএফ জওয়ান। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল সেই সময়। সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া সর্বত্র শুধু তখন জওয়ানদের মৃত্যুর খবর।
সেদিন ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজারের কাছাকাছি জওয়ান জম্মু থেকে যাচ্ছিলেন শ্রীনগরে। আর মাঝ পথেই জইশ-ই-মহম্মদের হামলা। ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক ভর্তি গাড়ি কনভয়ে ঢুকিয়ে দিয়েছিল। কড়া নিরাপত্তার মাঝে ঘটেছিল এই ঘটনা। প্রশাসন জানায়, উপত্যকায় ৩০ বছরের সবথেকে ভয়াবহ ঘটনা ছিল এটি। যদিও তার যোগ্য জবাব দিয়েছে ভারত (India)। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা তুলে নেয় দেশ। সেখানে গিয়েই সেখানকার ঘাঁটি দুমড়ে-মুছরে একাকার করেছে ভারতীয় সেনা। বালাকোটে (Balakot) এয়ার স্ট্রাইক চালিয়েছিল এদেশ। বিমান হামলায় তছনছ করে দেওয়া হয়েছিল সীমান্ত লাগোয়া জইশ-ই-মহম্মদের ঘাঁটি। যদিও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান বিমান বাহিনী। তবে IAF দ্বারা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই হামলায় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) পাকড়াও করে পাকিস্তান। ভারতীয় সীমানায় ঢুকে পড়া বিমানকে ধাওয়া করতে গিয়ে বন্দী হন তিনি। যদিও পরবর্তীতে দিল্লির ক্রমাগত চাপে তাঁকে ছাড়তে বাধ্য হয়েছে প্রতিবেশী দেশ। ভারতীয়রা গর্বিত তাঁকে নিয়ে।
কিন্তু সেদিনের ঘটনায় কেউ হারিয়েছিল নিজের ছেলেকে, কেউ হারিয়েছিল নিজের বাবাকে, এক সপ্তাহ আগেই বিয়ে করা নববধূ হারিয়েছিল নিজের স্বামীকে। ভালোবাসার দিন পরিণত হয়েছিল কালো দিনে। সেদিনের সেই ঘটনা আজও মানুষের কাছে তাজা। আর তাই সেই হামলার চার বছর হয়ে গেলেও, সাহসী CRPF কর্মীদের স্মরণে এই দিনটি ভারতীয়দের জন্য কালো দিন হিসেবে পালন করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম