Earphone from stomach: দোকানে নয়, রোগীর পেট থেকে মিলল হেডফোন, স্ক্রু থেকে সেফটিপিন! তাজ্জব চিকিৎসকরা

।। প্রথম কলকাতা ।।

Earphone from stomach: ইয়ারফোন, লকেট, আংটি, সেফটিপিন, নাট বোল্টু, স্ক্রু, কী নেই। কোথায় এসব ছিল জানেন! সাধারণত এগুলি একসঙ্গে কোনও হরেক মালের দোকানে পাওয়া যায়। তবে কোনও দোকানের বদলে যদি কারও পেট থেকে এমন একশো জিনিস পাওয়া যায় তবে কি বলবেন! শুধু আমি আপনি নয়, এই ঘটনায় স্তম্ভিত চিকিৎসকরাই।দীর্ঘদিন ধরে পেটের ভেতর ছিল এইসব জিনিস। ভাবছেন এও সম্ভব! এমনই অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের মেগা জেলায়। ৪০ বছর বয়সি এক ব্যক্তির পাকস্থলী থেকে চিকিৎসকরা এগুলি উদ্ধার করেছেন।আপাতত ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন ঘটনায় হতবাক সকলেই।

গত ২ বছর ধরে পেটের ব্যথায় ভুগছিলেন ওই ব্যক্তি।বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনও লাভ হয়নি।শেষে তাঁকে মেগা জেলার মেডিসিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। প্রথমে চিকিৎসকরা তার পেটের ব্যথার কারণ বুঝতে পারেননি। রোগ ধরতে রোগীর পেটের এক্স রে করানোর পরামর্শ দেন তাঁরা। সেইমতো রোগীর এক্স রে করা হয়। তাতেই চক্ষু চড়কগাছ হয় ডাক্তারবাবুদের। পেটে যা দেখা যায় তাতে কার্যত হতবাক হয়ে যান চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সকলেই।তখনই জানা যায় ওই ব্যক্তির পেট ব্যথার আসার কারণ।এক্স রে প্লেটে চোখ বুলিয়ে ওই ব্যক্তির পাকস্থলীতে প্রচুর ধাতব জিনিস দেখতে পান চিকিৎসকরা। দেরি না করে তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রায় ৩ ঘণ্টার অপারেশন চলে। তাতে ওই ব্যক্তির পেট থেকে এইসব জিনিস বের করা হয়।

হাসপাতালের চিকিৎসক জানান, এই রোগী পেটে ব্যথা, জ্বর ও বমিতে ভুগছিলেন। এক্স রে এবং স্ক্যান করার পর পেট ব্যথার কারণ জানা যায়। কর্মজীবনে প্রথমবার এমন ঘটনা দেখেছেন তাঁরা। ওই হাসপাতালেও এই ধরনের ঘটনা এটিই প্রথম। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই জিনিস পেটে থাকায় রোগীর অবস্থা ভালো নয়।রোগীর মানসিক সমস্যা ছিল। সেই কারণে গত কয়েক বছর ধরে একটি একটি করে ইয়ারফোন, আংটি গিলে ফেলেছিলেন ওই রোগ। সেই কারণে তার পেটে সমস্যা দেখা দিয়েছিল। তবে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও অনেক রোগীর পেট থেকে কয়েন, পেরেক উদ্ধার হয়েছে। এছাড়াও, বিভিন্ন ধরনের ধাতু পাওয়া গিয়েছে রোগীর পেট থেকে। মনোবিদরা জানাচ্ছেন, এগুলি এক ধরনের মানসিক রোগ। আক্রান্ত রোগীরা এই ধরনের কিছু খেয়ে ফেলেন। পঞ্জাবের এই ব্যক্তির ক্ষেত্রেও সেটা হয়েছিল বলে অনুমান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version