Weather update: উত্তুরে দাপট অব্যাহত, শীতের স্পেল শুরু দুই বঙ্গেই

।। প্রথম কলকাতা ।।

Weather Update: দুই বঙ্গেই উত্তুরে দাপট। শীতের স্পেল আপাতত শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, রাতের তাপমাত্রা আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে! এবার শীত বঙ্গে ক্রমশ্যই জাঁকিয়ে পড়বে। তাপমাত্রার পারদ হবে নিম্নমুখী। রাজ্যজুড়ে তাপমাত্রা কমেছে উত্তর থেকে দক্ষিণ উত্তুরে হাওয়ার দাপটে। আবহাওয়া পূর্বাভাসেই যা ইঙ্গিত ছিল আজ সকালের আবহাওয়া-সংবাদও সিলমোহর দিল সেই ইঙ্গিতেই। এবার শীত সত্যিই পড়তে চলেছে। শীতের স্পেল এই সপ্তাহ জুড়েই থাকবে।

কলকাতার তাপমাত্রা আজকের পর ১৪ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। এই সপ্তাহে আগামী আরও ৫ দিন শীতের এই স্পেল চলবে।আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। এই মুহূর্তে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে না।
ফলে উত্তুরে হাওয়ার রাজ্যে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে। ফলে জেলায় জেলায় শীতের পথে কোনও বাধা নেই। দিনের বেলা ঝলমলে রোদ পড়লেও সন্ধ্যা নামার পরেই তাপমাত্রার পারদ নামছে হু হু করে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও , উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version