Santragachi Bridge: স্বাভাবিক ছন্দ ফিরল সাঁতরাগাছি সেতু, বড়দিনের আগেই উপহার হাওড়াবাসীর

।। প্রথম কলকাতা ।।

Santragachi Bridge: প্রায় একমাস ধরে কাজ চলার কারণে সাঁতরাগাছি সেতুর (Santragachi Bridge) যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এই সেতুটি হাওড়া (Howrah) থেকে কলকাতায় আসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাই এই যান চলাচলের ফলে মাঝে মাঝেই ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদেরকে। অবশেষে সমস্যার সমাধান হল বড়দিনের আগেই । হাওড়াবাসীর জন্য পুরোপুরি খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। শুক্রবার ভোরে এই সেতুতে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

পূর্ত দফতর সূত্রে জানা যায়, সাঁতরাগাছি ব্রিজের যে ২১ টি এক্সপ্যানশন জয়েন্ট ছিল সেগুলি বদল করার কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই কাজ সম্পন্ন হয়। এরপর ২৩ ডিসেম্বর অর্থাৎ আজ ভোরের দিকে সেতু পুরোপুরি খুলে দেওয়া হয়। আবার এই সেতুর মাধ্যমে সব রকম গাড়ি আগের মতই চলাচল করতে পারবে। বলা হয়েছিল ৩১ ডিসেম্বরের মধ্যে সেতু সংস্কার করার কাজ শেষ করে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সেই কাজ আরও আগে শেষ করে দেওয়া সম্ভব হয়েছে।

সাঁতরাগাছি সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার গাড়ি যাতায়াত করে। কিন্তু ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হওয়ার কারণে যান চলাচলে সমস্যা দেখা গিয়েছিল। দিনের বেলায় সেতুর এক দিকটি খোলা রাখা হলেও সবরকম গাড়ি চলাচলের অনুমতি ছিল না। শুধুমাত্র যাত্রীবাহী বাস এবং ছোট গাড়ি গুলি চলাচল করতে পারত সেই ওয়ান ওয়ে (One Way) দিয়ে । রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাঁতরাগাছি ওপর দিয়ে যে কোনো রকম যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তাই যে সমস্ত বড় পন্যবাহী গাড়িগুলি ছিল তাদেরকে ঘুরে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছিল । অবশেষে নতুন বছর শুরু হওয়ার আগেই নিশ্চিন্ত হলেন নিত্যযাত্রীরাও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version