Dalai Lama on China: ‘চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই’, ভারতকে পছন্দ দলাই লামার

।। প্রথম কলকাতা ।।

Dalai Lama on China: ১৯৫৯ থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন দলাই লামা। সোমবার দিন তিনি জানিয়েছেন, চিনে ফিরে যাওয়ার কোনও মানে হয় না। ভারতে (India) থাকতেই তিনি এখন পছন্দ করছেন। এটিকে নিজের ‘স্থায়ী বাড়ি’ হিসেবে ঘোষণা করেছেন দলাই লামা (Dalai Lama)।

ANI সূত্রে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, পণ্ডিত নেহরুর পছন্দ কাংরা আমার স্থায়ী বাসস্থান। উল্লেখ্য, তিব্বতীয় নাগরিকদের উপর চিনা সেনাবাহিনী আক্রমণ করার পর পালাতে বাধ্য হন দলাই লামা। চিন তিব্বতকে তাদের একটি অংশ হিসেবে ঘোষণা করেছিল, যা তিব্বতীয়রা মানতে নারাজ ছিল। যে কারণে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।

এদিন ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে চিনা ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তার প্রতিক্রিয়ায় অনেককিছু বলেছেন ১৪তম দলাই লামা। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাধারণভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ায়। চিনও নমনীয় হচ্ছে। কিন্তু চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই’। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (Manmohan Singh) তিনি বলেছেন, ‘ভারতের মানুষ ভালবাসতে জানে। চিনে আমার মৃত্যু হলে, আমার দেহ ঘিরে থাকবে চিন সরকারের কর্তারা। আমি মুক্ত গণতন্ত্রের দেশে প্রাণ ত্যাগ করতে চাই’।

সম্প্রতি অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে চিনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ভারতীয় সৈন্যরা। যার ফলে উভয় পক্ষের কয়েকজন কর্মী সামান্য আহত হয়। রাজ্যসভায় বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী জহরলাল নেহরু আশ্রয় দিয়েছিলেন ১৪ নম্বর দলাই লামাকে। তখন থেকে তিনি হিমাচল প্রদেশের কাংরা জেলার McLeodganj-এ বসবাস করছেন। বর্তমানে তিব্বতের স্বাধীনতা সুরক্ষিত করতে চিনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন তিনি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version