CRPF’s New Rules: ‘রাজনৈতিক মন্তব্য নয় সোশ্যাল মিডিয়ায়’, CRPF জওয়ানদের জন্য জারি নয়া নিয়ম

।। প্রথম কলকাতা ।।

CRPF’s New Rules: দেশের বৃহত্তম আধা সামরিক বাহিনী সিআরপিএফের (CRPF) তরফ থেকে তাদের কর্মীদের জন্য নতুন একটি নির্দেশিকা (Guidelines) জারি করা হয়েছে। এই নির্দেশিকাটি সোশ্যাল মিডিয়া (Social Media) সংক্রান্ত। নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, সিআরপিএফ জওয়ানরা কোনভাবেই সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত বা রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে পারবেন না। কারণ তাদের এই মন্তব্য পরবর্তীতে তাদেরকেই বিপর্যস্ত করতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, সাইবার বুলিং এবং হয়রানি সম্পর্কে কর্মীদের সচেতন করার জন্য এবং তাদের সংবেদনশীল করে তোলার জন্য এই নতুন নিয়ম (New Rules) জারি করা হয়েছে।

বিগত সপ্তাহে দিল্লিতে সিআরপিএফ বাহিনীর সদর দফথর থেকে এই দুই পৃষ্ঠার নির্দেশাবলী জারি করা হয়। কারণ লক্ষ্য করা হয়েছে যে সিআরপিএফ এর কর্মীরা তাদের ব্যক্তিগত অভিযোগগুলি প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আশ্রয় নিচ্ছেন। যা সিসিএস আচরণ বিধি ১৯৬৪ লঙ্ঘন করে। এই কাজের জন্য তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই নির্দেশিকা জারি করে পরামর্শ দেওয়া হয়েছে যে, সংবেদনশীল মন্ত্রণালয় বা কোন সংস্থার হয়ে কাজ করলে নিজের নির্দিষ্ট পোস্ট এবং কাজের প্রকৃতি সম্পর্কে কিছুই সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবেন না সিআরপিএফ কর্মীরা।

তাঁরা কী কী করবেন না সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা রয়েছে ওই নোটিশে। নির্দেশিকাতে সিআরপিএফ কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, “আপনারা ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্কিং এ এমন কিছু করবেন না যা সরকার বা আপনার নিজের সুনামের ক্ষতি করতে পারে। সরকারি নীতির বিরুদ্ধে মন্তব্য করবেন না অথবা কোন পাবলিক ফোরামে রাজনৈতিক বা ধর্মীয় বিবৃতি দেবেন না। যা বিতর্কিত, সংবেদনশীল এবং রাজনৈতিক এমন মন্তব্য করবেন না”। রাগ, ক্ষোভ কিংবা মদ্যপ অবস্থাতেও সোশ্যাল মিডিয়ায় কোন কিছু পোস্ট করা কিংবা লেখা উচিত নয় বলে জানানো হয়েছে নির্দেশিকাতে।

আরও বলা হয়েছে, “একটি অ-অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে এমন কিছু শেয়ার করবেন না, যা প্রতিপক্ষকে তথ্য সংগ্রহ করার সুযোগ দিতে পারে”। সিআরপিএফ কর্মীদের কী করতে হবে সেই সম্পর্কিত কিছু বিষয় উল্লেখ করা হয়েছে নির্দেশিকা গুলিতে। যেমন তাদেরকে তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য নিশ্চিত করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদেরকে স্পষ্ট করে দিতে হবে যে, তাঁরা সরকারের অবস্থানের প্রতিনিধিত্ব করছেন না। সর্বদা মনে রাখতে হবে যে, কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন কিছু লিখলে বা পোস্ট করলে তার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সেই কর্মী।

সিআরপিএফ এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোন সামাজিক নেটওয়ার্কিং সাইট অফিসিয়াল বিষয় বা কর্মীদের অভিযোগ আলোচনা করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। আলোচনার প্রয়োজন হলে তাঁরা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে নিজেদের অভিযোগ জানাতে পারেন। সে ক্ষেত্রে বিষয়গুলি আলোচনা করে দেখা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version