Android App: ফোনে আর একগুচ্ছ অপ্রয়োজনীয় অ্যাপ নয়, অ্যান্ড্রয়েডে এবার বাছা যাবে পছন্দমতো

।। প্রথম কলকাতা ।।

Android App: হাতে একটা স্মার্ট ফোন এখন প্রায় সকলেরই থাকে। এই স্মার্টফোন (Smart phone) বহু কাজকে সহজ করে দিয়েছে। কিন্তু স্মার্টফোনের মধ্যেই বেশ কিছু সিস্টেম এমন থাকে যেগুলি অস্বস্থির কারণ হয়ে দাঁড়ায়। তার মধ্যে অন্যতম একটি হল অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে থাকা বেশ কিছু Application। যেগুলি নিত্যদিন আপনি ব্যবহার করেন না। কারও কারও ক্ষেত্রে হয়তো সেই অ্যাপ্লিকেশনগুলি কখনই কাজে লাগে না। কিন্তু তারপরেও সেগুলিকে আনইন্সটল (Uninstall) করা যায় না। ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেলেও সেই অব্যবহার্য অ্যাপগুলিকে রেখেই দিতে হয়। কিন্তু এখন আর তেমনটা করতে হবে না।

এই সমস্যা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল কেন্দ্র সরকারের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। আর এবার সেই প্রতিবাদের ফলেই নড়েচড়ে বসেছে গুগল (Google)। আসতে চলেছে বড়সড় পরিবর্তন। গুগলে কিছু পরিবর্তন মানেই অ্যান্ড্রয়েড সিস্টেমে তার ছাপ পড়বেই। সেই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এবার অন্য একটি ভ্যারিয়েন্ট ব্যবহার করতে পারবেন। সোজা কথায় তাদের ফোনে গুগল মোবাইল সার্ভিসের বিকল্প থাকছে। অন্য ভ্যারিয়েন্ট ব্যবহার করলে গুগলের ইনবিল্ট অ্যাপ (Inbuilt App) গুলো মোবাইলে রাখার কোন প্রয়োজন হবে না।

নিজের প্রয়োজন এবং ইচ্ছে মতো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন আপনি। আগে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের এই সুবিধা ছিল না। ভারতের মোবাইল প্রস্তুতকারক সংস্থা গুলির কাছে এবার মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট বা ইন্ডিয়ান মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট এর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোন মোবাইল প্রস্তুতকারক সংস্থা যদি দ্বিতীয়টি বাঁচেন তাহলে তাঁরা গুগলের ইনবিল্ট অ্যাপ ফোনে রাখতে বাধ্য নন। কিন্তু এই ধরনের মোবাইল ফোন কেবলমাত্র ভারতে বিক্রি করা যাবে। ভারতে এই চুক্তি আনা হয়েছে। এমন চুক্তি অবশ্য ইউরোপ, তুরস্কতেও রয়েছে। এই সিস্টেম চালু হলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version