।। প্রথম কলকাতা ।।
Nirmal Sitharaman: হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্মলা সীতারামন। গত সোমবার দুপুর ১২ টায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কী কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তা প্রথমে জানা যায়নি। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরে হাসপাতাল সূত্রে জানা যায়, পাকস্থলীতে সংক্রমণ রয়েছে তাঁর। AIIMS-এর পক্ষ থেকে জানানো হয়, তেমন কিছু ভয়ের নেই, চিকিৎসা চলছে। এরপর বৃহস্পতিবার দিল্লি এমস থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
৬৩ বছর বয়সী কেন্দ্রীয় মন্ত্রীকে হাসপাতালের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। অবশেষে এদিন ছাড়া পেয়েছেন তিনি। শনিবার চেন্নাইয়ে ডক্টর এমজিআর মেডিক্যাল ইউনিভার্সিটির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এরপর রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে (Atalbihari Bajpayee) শ্রদ্ধা জানিয়েছেন নির্মলা সীতারামন। এরপর সোমবার হঠাৎই অসুস্থ হলে এমসে ভর্তি হন তিনি।
নতুন বছরের ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার কথা রয়েছে নির্মলার (Nirmal Sitharaman)। যার ইঙ্গিত তিনি শুক্রবারেই দিয়ে দিয়েছিলেন। অন্যদিকে ২৪-এর এপ্রিল ও মেতে লোকসভা নির্বাচন হতে পারে। তার আগে শেষ পূর্ণ বাজেট পেশ করবে মোদী সরকার। যার দিকে তাকিয়ে রয়েছে সবাই। ইতিমধ্যে প্রি বাজেট মিটিং করেছেন অর্থমন্ত্রী। লোকসভা ভোটের আগে সেই বাজেটে সাধারণ মানুষের কথা কতটা ভাবা হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্লেষক মহলের কথায়, শেষ পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু হতে পারে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম