।। প্রথম কলকাতা ।।
Nirmal Sitharaman: সোমবার AIIMS তথা ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স’-এ ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। ‘The New Indian Express’ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ভর্তি করা হয়েছে একটি প্রাইভেট ওয়ার্ডে।
কিন্তু কী সমস্যা হয়েছে অর্থমন্ত্রীর? কী এমন হল যে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে? সংবাদ সংস্থা ANI সূত্রে, গুরুতর কিছু হয়নি ৬৩ বছর বয়সী সীতারামনের। তাঁকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ‘আনন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে। খুব শীঘ্রই হাসপাতাল কর্তৃপক্ষ অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বুলেটিন প্রকাশ করবে। নতুন বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা রয়েছে নির্মলা সীতারামনের। ইতিমধ্যেই বাজেট সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। তার এক মাস আগে AIIMS-এ গিয়েছেন তিনি।
গত সপ্তাহে তিনি জানিয়েছেন, নজর রাখা হচ্ছে মূল্যবৃদ্ধির দিকে। যাতে কোনোভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর না বাড়ে, তার জন্যই কড়া নজরদারি রাখা হচ্ছে। এবারের বাজেটে অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন দাবি রাখা হয়েছে। বিশ্লেষক মহলের কথায়, এবারের বাজেট যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে সীতারামনের জন্য। সম্প্রতি তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছেন যে, ভারত বিশ্বের ফার্মেসি হিসেবে স্বীকৃত। কারণ দেশটি সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওষুধ উৎপাদন করে। গতকাল দিল্লির ‘Sadaiv Atal’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সীতারামন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম