Weather Update: বিশ্রী গরমে স্বস্তির খবর, বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ!

।। প্রথম কলকাতা ।।

Weather Update: অবশেষে স্বস্তি, তীব্র গরম থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। ২১শে এপ্রিল শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশে মেঘের আনাগোনা, কোথাও আংশিক মেঘলা আবার কোথাও রোদ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে। এক কথায় বলা যায়, বঙ্গবাসীর জন্য স্বস্তির আবহাওয়া আসতে চলেছে।

বেশ কয়েক দিন তীব্র গরম আর তাপপ্রবাহের কারণে বঙ্গে বিরাজ করছিল এক অস্বস্তিকর পরিবেশ। যদিও বঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বিক্ষিপ্ত কিংবা হালকাভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যান্য জেলায় বইবে তীব্র তাপপ্রবাহ। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জারি থাকবে তাপপ্রবাহ। একইভাবে তাপপ্রবাহ সহ্য করতে হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রামকে।

শনিবার ও রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে।

কলকাতায় আপাতত সেভাবে তুমুল বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছে। আকাশে আংশিক মেঘলা থাকলেও আদ্রতা জনিত কারণে অস্বস্তি ভাব বজায় থাকবে। শুক্রবার সন্ধ্যের দিকে কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে পারে। এক্ষেত্রে অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী, তবে ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই নেই। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের অন্যান্য রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version