Vande Bharat new Colour: বন্দে ভারতের নিউ ভার্সন? পরতে পরতে চমক! নজরকাড়া লুক দেখালেন রেলমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat new Colour: বন্দে ভারতের রং বদলে যাচ্ছে। সাধের বন্দে ভারতের রঙ পরিবর্তনের নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? এই সেমি হাইস্পিড ট্রেনের নতুন লুক দেখেছেন আপনি? কী রং করা হয়েছে বন্দে ভারত কে? আরও সাধ্যের মধ্যে ভাড়া। রেলমন্ত্রীর কথার ভাঁজে বন্দে ভারত ঘিরে একের পর এক চমক। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নীল-সাদা এখন অতীত, এবার বন্দে ভারত এক্সপ্রেসের রং গেরুয়া। জায়গা করে নিয়েছে ধূসর ও সাদাও‌। ট্রেনের সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি নতুন রংটিও যাতে বেশ মানানসই হয় তেমনভাবেই ভাবছে রেলওয়ে বোর্ড। এটা সকলেই জানেন, যে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের রং দুধ সাদা এবং ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। বন্দে ভারত ট্রেনের প্রথম ২৭টি কোচ তৈরি হয়েছে ওই রঙেই। তবে ২৮ নম্বর রেক থেকে রংবদল হচ্ছে সেমি হাই স্পিড এই ট্রেনের। এখন প্রশ্ন হল, নীল-সাদা ছেড়ে কেন গেরুয়া রং বাছা হল? রেলমন্ত্রী জানিয়েছেন জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই সুপারফাস্ট ট্রেনের রং বদলের কথা ভাবা হচ্ছে। না, এরপরেও রয়েছে চমক। নতুন এই বন্দে ভারত রেকে আসবে ২৫টা নয়া ফিচার।

যাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এমনকি এবার বন্দে ভারত এক্সপ্রেসে অল্প খরচে যাত্রীরা চড়ার সুযোগ পাবেন!
অলরেডি, ইন্দোর-ভোপাল, ভোপাল-জবলপুর, নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলির ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদ্দা কথা, বন্দে ভারত মানেই পরতে পরতে চমক। এর আগে বন্দে ভারতের ২৭ টি ট্রেনে নীল-সাদা রঙ দেখা গেছে। যেগুলো বন্দে ভারতের ক্ষেত্রে রীতিমতো একটি ট্রেডমার্ক তৈরি করেছে। এবার, এই নতুন রঙের বিষয়টা যাত্রীদের মধ্যে যে নতুন উৎসাহ তৈরি করবে তা বলাই বাহুল্য।

যদিও রেল সূত্রের খব, বন্দে ভারতের এই রং বদল হচ্ছে পরীক্ষামূলকভাবে! নতুন এই রেক চালিয়ে দেখা হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়ে এই ট্রেনের নতুন লুক্সের ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী, আর তারপর থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রং নিয়ে মানুষের মধ্যে এক অন্য উন্মাদনা চোখে পড়েছে। অনেকেরই প্রশ্ন কবে হাতের কাছে পাওয়া যাবে এই নতুন লুকসের বন্দে ভারত এক্সপ্রেস কে? তথ্য বলছে, চলতি মাসের শেষের দিকেই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে নতুন রঙের বন্দে ভারত পাওয়ার আশা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version