।। প্রথম কলকাতা ।।
Rahul Gandhi: সাংসদ পদ খারিজের কয়েকদিন পরে, রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) তার ট্যুইটার (Twitter) বায়ো পরিবর্তন করেছেন। অ্যাকাউন্টের নামের ঠিক নীচে প্রদর্শিত বায়ো বিভাগে “সংসদ সদস্য” এর পরিবর্তে “পদচ্যুত সাংসদ” করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন, তার ট্যুইটার অ্যাকাউন্টের বিবরণে সংসদের পদচ্যুত সদস্যপদ সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ উল্লেখ করা আছে।
Congress leader Rahul Gandhi updates his Twitter account bio to Dis'Qualified MP.
Congress party's Rahul Gandhi was disqualified as a Member of Parliament after he was convicted in a criminal defamation case over his 'Modi surname' remark. pic.twitter.com/EdDEC0WaQv
— ANI (@ANI) March 26, 2023
২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারের সময় মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। কর্নাটকের জনসভায় করা তাঁর ভাষণের উপর ভিত্তি করে মানহানির মামলা করেন গুজরাটের এক বিজেপি নেতা। গত বৃহস্পতিবার সুরাটের জেলা ও দায়রা আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪৯৯ এবং ৫০০-এর অধীনে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। এরপরই গত শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সংবিধানের ১০২ (১) নম্বর অনুচ্ছেদ ও ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ৮ নম্বর ধারার উত্তর ভিত্তি করে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করা হয়। তিনি কেরলের ওয়েনাড় কেন্দ্রের সাংসদ ছিলেন। রবিবার তার অপসারণের দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেয় কংগ্রেস। দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র, সিনিয়র নেতা কেসি ভেনুগোপাল, পি চিদাম্বরম এবং সালমান খুরশিদরা জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন।