নতুন স্ক্যাম! ৪০১ ডায়াল করলেই মহা বিপদ, গায়েব হবে সব টাকা! কিভাবে বাঁচবেন?

।। প্রথম কলকাতা ।।

এবারে শিরোনামে উঠে এসেছে কল ফরওয়ার্ড স্ক্যাম। নিমেষেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে এই স্ক্যাম । ৪০১ ডায়াল করলেই মহা বিপদ। বাড়ছে কল ফরওয়ার্ডিং স্ক্যামের সংখ্যা! জিও থেকে শুরু করে এয়ারটেল বা ট্রুকলারের মতো সংস্থা বার বার সাবধান করছে। কি এই কল ফরওয়ার্ডিং স্ক্যাম? কিভাবে বাঁচবেন এর হাত থেকে? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। ডিজিট্যাল মাধ্যম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ছক কষে জালিয়াতরা।

অনেকেই হয়তো ইতিমধ্যেই ইউপিআই স্ক্যাম, জাল ডেলিভারি এজেন্ট স্ক্যাম সম্পর্কে জানেন। তবে এবারে শিরোনামে উঠে এসেছে কল ফরওয়ার্ড স্ক্যাম।অন্য সমস্ত জালিয়াতির মতোই এটিও নিমেষেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। পর্দার আড়ালে ঘটা এমন অপরাধ সম্পর্কে ব্যবহারকারীরা জানতেও পারেন না। এখন ‘কল ফরোয়ার্ডিং’ নামক এই নতুন স্ক্যাম নিয়ে বাজারে জোর ষ চর্চা চলছে। জিও, এয়ারটেল-এর মতো টেলিকম সংস্থাগুলি, এমনকী ট্রুকলার-এর মতো কলার শনাক্তকারী অ্যাপও এই কল ফরোয়ার্ডিং স্ক্যাম সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেছে। কীভাবে প্রতারণা করে এই স্ক্যাম?

জালিয়াতরা সাধারণত ব্যবহারকারীদের ইন্টারনেট প্রদানকারী বা টেলিকম অপারেটরের ছদ্মবেশে একটি কল করবে। তারা বলবে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা ব্যবহারকারীদের সিম কার্ডে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা শুনে যেকেউ আতঙ্কিত হতে পারেন এবং প্রতারকরা তাদের গোপন তথ্য শেয়ার করার জন্য এই ভয়কেই হাতিয়ার করে। জালিয়াতরা ৪০১ সংখ্যা দিয়ে শুরু হওয়া একটি নম্বর ডায়াল করতে বলবে। এই নম্বরটি ডায়াল করার অর্থ হল তাদের নম্বরের জন্য একটি কল ফরওয়ার্ড করার ফিচার সক্রিয় করা। এতে প্রতারক ব্যবহারকারীদের ফোন কল, ব্যাঙ্কের ওটিপির মতো ব্যক্তিগত বিবরণের এসএমএস অ্যাক্সেস করতে পারবে। যদি তারা এই বিবরণগুলি চুরি করতে সক্ষম হয়, তাহলে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে সক্ষম হবে। যেহেতু নম্বরটি কল ফরওয়ার্ডে রয়েছে, ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও অ্যালার্ট মেসেজও আসবে না।

কীভাবে রক্ষা পাবেন এই স্ক্যামের হাত থেকে?

কখনও আপনার ফোন থেকে কোনও কোড ডায়াল করবেন না বা এসএমএস পাঠাবেন না। আপনার ফোন সুরক্ষিত রাখতে পাসকোড বা কিছু বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতির সাহায্য নিন।

অযাচিত কলারদের সঙ্গে ওটিপি থেকে শুরু করে আপনার কোনও জরুরি তথ্য শেয়ার করবেন না।
সন্দেহজনক নম্বর থেকে পাঠানো কোনও মেসেজ কখনোই ক্লিক করা উচিত নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version