।। প্রথম কলকাতা ।।
Air Travel: বিগত দু’বছরে করোনা মহামারীর জেরে পরিবর্তন এসেছে বিমান পরিষেবায়। করোনাকালে বিদেশী যাত্রীদের ভারতে প্রবেশের সময় একটি সেল্ফ ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার নিয়ম ছিল। যেটি টিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে ‘এয়ার সুবিধা’ পোর্টালে আপলোড করতে হত। তবে এবার থেকে আর সেই কাজ করতে হবে না।
গতকাল সন্ধ্যায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, করোনার ক্রমবর্ধমান হ্রাসের কারণে এবং বিশ্বব্যাপী পাশাপাশি ভারতে কোভিড টিকাকরণ কর্মসূচির অগ্রগতি দেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পুরনো নির্দেশিকা সংশোধিত করেছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, এয়ার সুবিধা পোর্টালে সেল্ফ ডিক্লারেশন ফর্ম আর জমা দিতে হবে না। যা বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে আগে বাধ্যতামূলক ছিল। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতিতে যদি কোনও বদল ঘটে, তাহলে এই নির্দেশও বদল করা হতে পারে’। আপাতত সোমবার মধ্যরাত থেকেই সংশোধিত নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
মহামারীর সময়ে বিদেশ থেকে আগত যাত্রীদের টিকা সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারে দেওয়া বাধ্যতামূলক ছিল। মূলত সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। সরকার জানিয়েছিল, যাঁরা দেশে ফিরছেন তাঁরা যেন দু’টি টিকা নিয়ে তারপর আসেন। সেটা সকলের ক্ষেত্রেই ভালো। গত সপ্তাহে বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছিল যে, ‘ভ্রমণের সময় মাস্কের ব্যবহার আর বাধ্যতামূলক নয়। কিন্তু যাত্রীদের করোনার আরেকটি ঢেউ থেকে বাঁচতে, এটা ব্যবহার করা উচিত’।
গত সপ্তাহে দেশজুড়ে সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। অন্যদিকে প্রথম থেকেই টিকাকরণ কর্মসূচিতে জোর দিয়ে এসেছে মোদী নেতৃত্বাধীন সরকার। ভাইরাস দমনে টিকাকরণই একমাত্র হাতিয়ার। আর এই সমস্ত দিক বিচার-বিবেচনা করে বিদেশী যাত্রীদের জন্য পুরনো নির্দেশিকা সংশোধিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম