।। প্রথম কলকাতা ।।
UPI Payment: অনলাইন লেনদেন সংক্রান্ত নিয়মবিধিতে বড় বদল আনতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPIS) এর মাধ্যমে করা ২,০০০ টাকার বেশি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) লেনদেনের উপর বিনিময় ফি সুপারিশ করেছে এনপিসিআই। বলা হয়েছে এই পদক্ষেপটি ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের জন্য রাজস্ব বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১ এপ্রিল এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। জানা গেছে, টাকার পরিমাণের উপর শুল্কের পরিমাণ নির্ধারিত হবে। লেনদেন হওয়া অর্থের উপর ১.১ শতাংশ হারে শুল্ক ধার্য হবে। ২,০০০ টাকার কম মূল্যের ওয়ালেট লেনদেন এই চার্জ ধার্য হবে না। যারা ব্যবসায়িক কারণে অর্থ লেনদেন করেন তাদেরকেই গুনতে হবে এই অতিরিক্ত টাকা। সাধারণ গ্রাহকদের উপর এর প্রভাব পড়বে না। তবে ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে কিংবা এক ব্যক্তি থেকে কোনও প্রতিষ্ঠানে টাকা লেনদেনের ক্ষেত্রে এই নয়া নিয়ম কার্যকর হবে না।
ইউপিআই (UPI) বর্তমানে ভারতে সর্বাধিক পছন্দের এবং সর্বাধিক ব্যবহৃত পেমেন্ট সিস্টেম যা ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে তাত্ক্ষণিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে অর্থ লেনদেন করে থাকে। অন্যদিকে, পিপিআই হল ডিজিটাল ওয়ালেট যা থেকে ব্যবহারকারীরা অর্থ সঞ্চয় এবং অর্থপ্রদান করতে পারে। পেটিএম, ফোনপে এবং গুগল পে সহ ভারতে কয়েকটি পিপিআই আছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম