Uttar pradesh New Rule: পোষ্য কামড়ালেই দিতে হবে জরিমানা! শীঘ্রই আসছে নয়া নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Uttar pradesh New Rule: পোষ্যদের নিয়ে নয়া নিয়ম উত্তরপ্রদেশে (Uttar pradesh New Rule)। এবার থেকে কোন ব্যক্তিকে যদি পোষা কুকুর বা বিড়াল কামড়ায় তাহলে তার মালিককে জরিমানা দিতে হবে ১০হাজার টাকা!

হ্যাঁ, সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে কুকুরে কামড়ানোর ঘটনা। তাই পোষ্যদের মালিককে সচেতন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু দশ হাজারের জরিমানাই নয়, যে ব্যক্তি আক্রান্ত হবেন তার চিকিৎসার যাবতীয় খরচও পোষ্যের মালিককেই বহন করতে হবে। আগামী বছর মার্চ থেকেই এই নিয়ম জারি হবে।

নয়ডা সংলগ্ন এলাকায় অনেকেই সকাল বিকেল তার প্রিয় পোষ্যকে নিয়ে পার্কে বা এলাকার আশপাশে হাঁটতে বেরোন। সেই সময় পোষ্য রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলেও তা পরিষ্কার করতে হবে মালিককেই। একই সঙ্গে তাকে খেয়াল রাখতে হবে তার পোষ্য যাতে কাউকে না কামড়ায়। এরকম কোন ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে দিতে হবে দশ হাজার টাকার জরিমানা।

২০২৩ সালের মার্চের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এমনই নির্দেশ পশু সুরক্ষা কমিটির। যদি এই রেজিস্ট্রেশনেই নির্দিষ্ট দিন পেরিয়ে যায় সেক্ষেত্রেও দিতে হবে জরিমানা। এমনই জানানো হয়েছে ওই নির্দেশনামায়। আরও বলা হয়েছে যে সময় মতো পোষ্যের নির্বীজকরণ এবং অ্যান্টি-র‌্যাবিস ইঞ্জেকশন না দেওয়া হলে এবার থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version