Adeno Virus Guidelines: অ্যাডিনোর বাড়বাড়ন্ত রুখতে জারি নয়া গাইডলাইন, ২৪ ঘন্টার জন্য চালু ARI ক্লিনিক

।। প্রথম কলকাতা ।।

Adeno Virus Guidelines: রাজ্যে উত্তরোত্তর অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে। যার জেরে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জরুরি বৈঠক ডাকেন। সেখানে নয়া গাইডলাইন জারি করা হয়। আগামী সাতদিন পর্যবেক্ষণ করা হবে, তারপর সরকার সতর্কীকরণের কথা ভাববে।

অ্যাডিনোর বাড়বাড়ন্তে নবান্নের গাইডলাইন

এখনো পর্যন্ত অ্যাডিনো ভাইরাসের পাকাপোক্ত কোন ওষুধ নেই। তাই এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত জরুরি। শিশু থেকে বড়দের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ভিড় এলাকা একটু এড়িয়ে চলবেন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বাইরে থেকে এলে পোশাক পরিবর্তন করে হাত মুখ ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন। মনে রাখবেন, অ্যাডিনো কিন্তু করোনার মতোই ছোঁয়াচে। এই সময়ে বড়দের বিশেষভাবে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। কারণ বড়দের শরীরে এই রোগ বাসা বাঁধলে সেখান থেকে ছোটরাও সংক্রমিত হতে পারে। বিশেষ করে যাদের বাড়িতে শিশু রয়েছে তাদেরকে এই সময় একটু বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। এই রোগের এখনো পর্যন্ত তেমন কোনো ওষুধ নেই। জ্বর সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পেটে ইনফেকশন, গলা ব্যথা, হাঁপানির মত সমস্যা দেখা দিলে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভাইরাল ভেবে ভুল করবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version