WhatsApp Scam: Whatsapp-এ শুরু নতুন জালিয়াতি, সাবধান! নিমেষে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট

।। প্রথম কলকাতা ।।

WhatsApp Scam: একটা স্মার্ট ফোন (Smart Phone) এখনকার দিনে প্রত্যেকটি মানুষের ২৪ ঘন্টার সঙ্গী হয়ে গিয়েছে। তেমনই সব থেকে বেশি ব্যবহারকারী অ্যাপ হিসেবে নাম উঠে এসেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp)। এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই একে অপরের সঙ্গে যেমন যোগাযোগ করা যায় তেমনি ফোন করা, ভিডিও কল করা, পেমেন্ট ট্রান্সফার করা, লোকেশন শেয়ার করা এইসব কাজের জন্য এটি প্রতিটি মানুষের ভীষণ পছন্দের। একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বে বর্তমানে ২০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছেন Whatsapp। আর সেখানেই একটা নতুন প্রতারণা চক্র (Fraud) সক্রিয় হয়ে উঠেছে।

অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে অচেনা কোন নম্বর থেকে আসছে চাকরির বার্তা (Job Offers) অথবা কোন ভিডিওর লিংক। বেকার যুবক-যুবতীরা সেই চাকরির বার্তা দেখে উৎসাহিত হয়ে পড়ছেন। আর এই জালিয়াতির ছক এতটাই বিশ্বাসযোগ্য হিসেবে দেখানো হচ্ছে যে তাতে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। প্রলোভন দেখানো হচ্ছে ঘরে বসে Whatsapp এর মাধ্যমে কাজ পাওয়ার। বলা হচ্ছে তাতে রোজগার করা যেতে পারে প্রতিদিন ৫০০০ টাকা পর্যন্ত। মূল্য বৃদ্ধির বাজারে দৈনিক ৫০০০ টাকা উপার্জন করা অবশ্যই মুখের কথা নয়। তাই অনেকেই আগের পরের কিছু বিবেচনা না করে শুরু করছেন সেই কাজ।

অল্পস্বল্প ডেটা এন্ট্রি কিংবা ফর্ম ফিলিং এর মতো কাজও দেওয়া হচ্ছে শিকারকে। আশ্বস্ত করতে প্রথম দিকে বেশ কিছু টাকাও পাঠানো হচ্ছে পারিশ্রমিক হিসেবে। কিন্তু তারপরেই শুরু হয়ে যাচ্ছে লোক ঠকানোর কারবার। টাকা ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে এই অজুহাতে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। যারা সেই অ্যাপগুলি ডাউনলোড করছেন তাদের ফোনে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলির হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এখনকার দিনে ফোনে অনলাইন মানি ট্রান্সফার সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন রয়েছে। সেখানে দিতে হয় ব্যাঙ্কের ডিটেলস। অর্থাৎ ফোন থেকে তথ্য হাতিয়ে নিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করতে খুব বেশি সময় লাগছে না প্রতারকদের।

সাইবারক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নয় সম্প্রতি ফেসবুক, লিঙ্কডইন, টেলিগ্রাম প্রভৃতি অ্যাপ্লিকেশনকেও প্রতারকরা টার্গেট করেছে। কারণ এই অ্যাপ্লিকেশন গুলিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ কোন না কোন সময় ঢুঁ মেরে থাকেন। শুধুমাত্র ইউটিউব ভিডিও লাইক করার অনুরোধ জানিয়েও ব্যক্তিগত তথ্য চুরি করার মতো ক্ষমতা রাখে সেই প্রতারকরা। তাই অবশ্যই সতর্ক হতে হবে Whatsapp এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের। ঘরে বসে যে এত সহজে কর্মসংস্থান মেলে না সেই বিষয়টি মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর খুব সতর্কভাবে এড়িয়ে যেতে হবে এই ধরনের কোন বার্তা, লিংক বা অচেনা মেসেজকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version