Rajiv Kumar: রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার, লোকসভার আগে বড় সিদ্ধান্ত

।। প্রথম কলকাতা ।।

Rajiv Kumar: রাজ্য পুলিশের ডিজির নাম চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন আইপিএস অফিসার রাজীব কুমার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর মিলেছিল, রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদে বদল আসার কথা। চলতি মাসেই মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। আজই মেয়াদ শেষ হয়েছে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর। বর্তমান স্বরাষ্ট্রসচিব ও অতিরিক্তি মুখ্য সচিব বিপি গোপালিকার নাম প্রায় চূড়ান্ত। এমনটা মনে করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজির নাম ঘোষণা করলেন। তবে , রাজ্য পুলিশের DG নিয়োগে কেন্দ্রের যে ছাড়পত্র প্রয়োজন হয় সেই প্রক্রিয়া এখনও শুরু করেনি রাজ্য সরকার। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি পদে বহাল হবেন তিনি।

বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন রাজীব কুমার। তাঁকেই ডিজি পদে বসাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৩ সালে বিধাননগর কমিশনারেট তৈরি করেন মমতা। সেখানকার প্রথম কমিশনার হিসেবে রাজীবকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কলকাতার পুলিশ কমিশনার পদে তাকে দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। ২০১৯ সালে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। এই নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলে। এই নিয়ে কলকাতার ধর্মতলায় ধরনায় ববসতেও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ধর্নায় দেখা যায় রাজীবকেও। এখন দেখার বিষয় রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগে দিল্লির ছাড়পত্র মেলে কি না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version