Hanuman In Nabanna: নবান্নে হনুমান! কীভাবে ঢুকল? বাঁদরামি ঘিরে হইচই কাণ্ড

।। প্রথম কলকাতা ।।

Hanuman In Nabanna: নবান্নে হনুমান! আপনমনে ঘুরে বেড়াচ্ছে ১৩ তলার ব্যালকনিতে। ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতর। তারপর কী হল? মুখ্যমন্ত্রীর ঘরেও কি ঢুকে গেল ? নবান্নের তেরো তলায় হনুমান। একতলা দিয়ে ঢুকে সোজা উপরে উঠে যায় সে। কাজের দিন হওয়ায় হনুমানকে ঘিরে জমে যায় ভিড়। অনেকে তুলতে থাকেন ছবি, কেউ খাওয়ান বিস্কুট। এই ভবনে তো মুখ্যমন্ত্রীর দপ্তর। হনুমানের দাপাদাপিতে সে এক হলুস্থুল কান্ড।

১৩ তলার বিভিন্ন জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর হনুমানটি সিঁড়ির কাছে রেলিংয়ে বসে। নিরাপত্তারক্ষীরা সেটিকে তাড়াবার চেষ্টা করলেও সে নির্বিকার বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায় হনুমানটিকে। শুধু তাই নয়, কয়েকটি দফতরের ভিতরেও ঢুকে পড়ে সে। অবস্থা এমনই হয়, নবান্নের বিভিন্ন ফ্লোরে দরজা বন্ধ করে দেন সরকারি কর্মচারীরা। যেখানে যেখানে অবশ্য ফ্লোরের দরজা খোলা পেয়েছে সেখানেই ঢুকে পড়েছে সেই হনুমান। ঘর থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয়েছে নবান্নের দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষীদের। ঠিক উপরের তলাতেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের ১৪ তলাতে তাঁর দফতর।

যদিও মুখ্যমন্ত্রী তাঁর পায়ের চোটের জন্য এখন নবান্নে আসতে পারছেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তাঁকে বাড়িতে থাকতে হচ্ছে। তিনি তাঁর কালীঘাটের বাড়িতে ঘরবন্দি হয়ে রয়েছেন আপাতত। প্রশাসনিক সমস্ত কাজ সামলাচ্ছেন সেখান থেকেই। ভাগ্যিস মুখ্যমন্ত্রী নবান্নে ছিলেন না। না হলে যে কী হত!

প্রায় সঙ্গে সঙ্গেই নবান্নে চলে আসেন বনদফতরের কর্মীরা। প্রথমে চারতলায় এবং তারপর দোতলায় হনুমানকে ধরার চেষ্টা করলেও তাকে বাগে আনতে পারেননি তাঁরা। রেলিং ধরে আয়েশে ঝুলতে থাকে। শেষমেশ অবশ্য হনুমানটি নিজেই গ্রাউন্ড ফ্লোর দিয়ে পাঁচিল টোপকে নবান্নের বাইরে বেরিয়ে যায়। কড়া নিরাপত্তায় ঘিরে রাখা নবান্ন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সেখানেই কোনও কিছুর পরোয়া না করে ঢুকে পড়ে এক হনুমান। কোথা থেকে এল আর কোথা দিয়েই বা সে নবান্নে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version