নবমীর সাজ হোক গর্জাস ! এই ভাবে সাজলে কেউ চোখ সরাতে পারবে না

।। প্রথম কলকাতা ।।

নবমীর সকালের সাজ হোক ছিমছাম অথচ গর্জাস। পুজো মানেই শাড়ি মাস্ট কিন্তু নবমীতে একটু কায়দা না করলে কী হয়! শাড়ি বা ওয়েস্টার্ন! নবমীতে আপনার লুক কেমন হতে পারে বলে দিচ্ছি আমরা। মনে আনন্দ থাকলেও কোথাও যেন মিশে থাকে বিষাদের ছোঁয়া। কিন্তু নবমী বলে কথা! না সাজলে কি চলে? পুজোর জামা শাড়ি জিন্স তো অনেকগুলোই হয়েছে। তারমধ্যে কোনটা পরবেন?

নবমীর রাতে এবার পুজোয় হিট অরগ্যাঞ্জা সিল্ক ফ্যাব্রিক থেকেও যেমন অরগ্যাঞ্জা তৈরি হয় তেমনই পলিয়েস্টার, লাইলন, রেয়ন থেকেও তৈরি হয় অরগ্যাঞ্জা অরগ্যাঞ্জার প্রিন্ট, রং খুব সুন্দর হয়। এই শাড়ি খুবই হালকা হয় সেই ্সঙ্গে আভিজাত্যপূর্ণ। স্বয়ং আলিয়া ভাট তাঁর বিয়েতে সাদা রঙের অরগ্যাঞ্জা বেছে নিয়েছিলেন। ইদানিং টিস্যু অরগ্যাঞ্জা ভীষণ চলছে মার্কেটে। এই শাড়ির বিশেষত্ব হল এর ফিনিশ আরও সুন্দর সঙ্গে টিস্যুর কাজ আর জরি পাড় থাকে। পুজো, পার্টি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে পরা যায় শাড়ি, ব্লাউজ একই রঙের হয় তবুও ওই মনোক্রোমের মধ্যে আলাদা একটা জাদু থাকে। অরগ্যাঞ্জার প্রতিটা প্রিন্ট খুবি সুন্দর হয় যে কেউ পরলেই সুন্দর লাগবেই। সমান তালে পাল্লা দিচ্ছে হাকোবা শাড়িও একরঙা কোনও হাকোবা পরতেই পারেন। সঙ্গে মানানসই ব্লাউজ এবং গয়না বেশ অন্যরকম লাগবে আপনাকে।

অনেকই আবার শাড়ি পরে ভিড়ের মধ্যে সামলাতে পারেন না। হাটতে গেলে পায়ে শাড়ি জড়িয়ে কেলেঙ্কারি কাণ্ড। তারা ওয়েস্টার্ন ধাঁচের পোশাক পরতে পারেন। মিডি ড্রেস এখন ফ্যাশানে ভীষনভাবে ইন। হাঁটুর নীচ পর্যন্ত জামাকেই মিডি ড্রেস বলা হয়। ফ্লোরাল প্রিন্ট ফ্যাশানে ভীষণভাবে ট্রেন্ডিং। লং শার্ট স্টাইলেও পরতে পা মিডি ড্রেস পকেট দিয়ে ডিজাইন করলে তো আর কথাই নেই। কলার ফরমাল রাখলেও ভাল লাগে গামছা প্রিন্টের মিডি ড্রেসও এখন ভীষণ ট্রেন্ডিং।

নবমীর সকালের সাজের সঙ্গে মেক-আপটা হালকাই রাখা ভাল। যেকোনও পোশাকের সঙ্গেই কী অ্যাক্সেসরিজ পরছেন তা একটা বড় বিষয়। ঠিকঠাক অ্যাক্সেসরিজ বা পরলে মোটেই ফোটে না সাজ। আর এই ধরনের পোশাকের সঙ্গে হালকা জুয়েলারিই ভাল মানায়। বাঙালি বারো মাসে তেরো পার্বণের শ্রষ্ঠ উৎসব বলে কথা। তাই শারোদৎসব নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই একটা বিশেষ প্ল্যান থাকে। নবমীর সকালের জন্য। ট্রাডিশনাল পোশাকই বেছে নিতে পারেন। আর রাতে ওয়েস্টার্ন।

শাড়ি পরেও সকলের চেয়ে নিজেকে আলাদা দেখাতে শাড়ি পরার কায়দায় একটু বদল আনুন। তবে অবশ্যই আনন্দ করতে এমন পোশাক পরা প্রয়োজন যাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন। কেউ সঙ্গীকে পাশে নিয়ে গোটা শহর চষে ফেলবেন। আবার কেউ পরিবারের সকলকে নিয়ে রেস্তরাঁয় খেতে যাবেন এমন পরিকল্পনাও অনেকের রয়েছে। এই টিপসগুলো একটু চোখ বুলিয়ে নিন। তাহলেই বন্ধুদের সাথে আড্ডা কিংবা প্রেমিকের হাত ধরে পুজো প‍্যান্ডেলে আপনার থেকে কেউ চোখই ফেরাতে পারবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version