Haryana Deputy CM Accident: অল্পের জন্য রক্ষা, একইদিনে দুর্ঘটনার কবলে উপমুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি

।। প্রথম কলকাতা।।

Haryana Deputy CM Accident: ঘন কুয়াশার জেরে এবার দুর্ঘটনার কবলে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রীর কনভয়। সোমবার রাতে হিসার থেকে সিরসা যাচ্ছিলেন দুশ্যন্ত চৌতালা (Dushyant Singh Chautala)। আর ঠিক সেই সময় পুলিশের বড় একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় তাঁর কনভয়ের গাড়ি। ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অক্ষত থাকলেও, আহত হয়েছেন এক পুলিশ অফিসার।

হরিয়ানার (Haryana) আগ্রোহার কাছে ঘটনাটি ঘটেছে। উপ-মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানিয়েছেন, ‘পুলিশের একটি বোলেরো এবং মুখ্যমন্ত্রীর কনভয় একই পথে যাচ্ছিল। আচমকা পুলিশের গাড়ি ব্রেক কষায় ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার কারণে পুলিশের (Police) গাড়িটি যে ব্রেক কষেছে, তা বোঝা যায়নি। আর তাতেই উপ-মুখ্যমন্ত্রীর কনভয়ের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সতর্ক থাকায় রক্ষা পান উপ-মুখ্যমন্ত্রী। ‌

সপ্তাহের শুরু থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি জায়গা। দিল্লি (Delhi) এবং হরিয়ানায় রাতে কুয়াশার কারণে এরকম দুর্ঘটনা ঘটছে। কিন্তু এদিন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা বড় আকার নিতে পারত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একইদিনে আরেকটি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বীজ (Anil Vij)। আম্বালা থেকে গুরুগ্রামে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। এদিকে আবার মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার গৌতমবুদ্ধ নগরে কুয়াশার কারণে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের সঙ্গে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের, আহত ১০। দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন ৬০ জন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version